ঢাকা , সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :

হাটহাজারীতে গভীর রাতে ডাকাতি, গৃহকর্তাকে কুপিয়ে জখম

হাটহাজারীর ২নং ধলই ইউনিয়নে একটি বাড়িতে গত শনিবার দিবাগত রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। এতে ডাকাতদল নগদ অর্থ, স্বর্ণালংকারসহ আনুমানিক বিশ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাত দলের দায়ের কোপে গৃহকর্তা নাজিমউদ্দীন শরীফ (৪৫) গুরুতর আহত হয়েছেন। হত্যার উদ্দেশ্যে হামলা, ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। গতকাল রবিবার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত গৃহকর্তা নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ২ নং ধলই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ মো.নুরুল আমিন ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 

স্থানীয় সূত্র জানায়, ডাকাতদল কৌশলে ঘরের লোহার গ্রিল কেটে ভিতরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে লুটপাট চালায়। এসময় আলমারির চাবি না দেয়ায় ডাকাতরা নাজিমুদ্দিনকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে ডাকাতরা চাবি নিয়ে ঘরে রক্ষিত নগদ সাড়ে ছয় লাখ টাকা, ছয় ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। লুণ্ঠিত মালামালের মূল্য আনুমানিক বিশ লক্ষাধিক টাকা হবে বলে দাবি করে পরিবারটি। পরে পরিবারের লোকজনের শোর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাকদলের সদস্যরা পালিয়ে যায়।

 

নাজিমুদ্দিন শরীফের মেয়ের জামাতা মো. পারভেজ উদ্দিন জানান, এ ব্যাপারে থানায় ডাকাতি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

 

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো.তারেক আজিজ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় মামলা হবে এবং দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

 

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে ১ নং ফরহাদাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আবুল কালাম মাস্টারের বাড়ির জনৈক মোহাম্মদ ইব্রাহিমের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে

জনপ্রিয়

শেখ হাসিনাসহ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লকড’

হাটহাজারীতে গভীর রাতে ডাকাতি, গৃহকর্তাকে কুপিয়ে জখম

প্রকাশিত: ৪ ঘন্টা আগে

হাটহাজারীর ২নং ধলই ইউনিয়নে একটি বাড়িতে গত শনিবার দিবাগত রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। এতে ডাকাতদল নগদ অর্থ, স্বর্ণালংকারসহ আনুমানিক বিশ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাত দলের দায়ের কোপে গৃহকর্তা নাজিমউদ্দীন শরীফ (৪৫) গুরুতর আহত হয়েছেন। হত্যার উদ্দেশ্যে হামলা, ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। গতকাল রবিবার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত গৃহকর্তা নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ২ নং ধলই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ মো.নুরুল আমিন ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 

স্থানীয় সূত্র জানায়, ডাকাতদল কৌশলে ঘরের লোহার গ্রিল কেটে ভিতরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে লুটপাট চালায়। এসময় আলমারির চাবি না দেয়ায় ডাকাতরা নাজিমুদ্দিনকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে ডাকাতরা চাবি নিয়ে ঘরে রক্ষিত নগদ সাড়ে ছয় লাখ টাকা, ছয় ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। লুণ্ঠিত মালামালের মূল্য আনুমানিক বিশ লক্ষাধিক টাকা হবে বলে দাবি করে পরিবারটি। পরে পরিবারের লোকজনের শোর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাকদলের সদস্যরা পালিয়ে যায়।

 

নাজিমুদ্দিন শরীফের মেয়ের জামাতা মো. পারভেজ উদ্দিন জানান, এ ব্যাপারে থানায় ডাকাতি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

 

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো.তারেক আজিজ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় মামলা হবে এবং দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

 

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে ১ নং ফরহাদাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আবুল কালাম মাস্টারের বাড়ির জনৈক মোহাম্মদ ইব্রাহিমের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে