ঢাকা ০৫:২৩:৪৩ পিএম, রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চবির সমাবর্তনের ১৮ হাজার সনদে নিজ হাতে স্বাক্ষর করছেন উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনের ১৮ হাজার সনদপত্রে নিজ হাতে স্বাক্ষর করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সনদ স্বাক্ষরের একটি ছবি শেয়ার করেন তিনি।

 

পোস্টে তিনি লেখেন, “স্মরণকালের সর্ববৃহৎ সমাবর্তন। সমবর্তী ২৩ হাজার। মাত্র ১৮ হাজার সনদে স্বাক্ষর করতে হবে। সিল বানিয়ে দেওয়া যেতো। সেটা করিনি। সমাবর্তীরা আমাদের অ্যাকাডেমিক সন্তান। আমরা চাই, কষ্ট হলেও তাদের সনদে আমাদের হাতের ছোঁয়া থাক।”

 

আগামী ১৪ মে অনুষ্ঠেয় সমাবর্তনে ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করা ২৩ হাজার শিক্ষার্থী অংশ নেবেন। এটিকে দেশের ইতিহাসে সর্ববৃহৎ সমাবর্তন হিসেবে দেখা হচ্ছে।

 

এ সমাবর্তনে সরকারপ্রধানের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ডি-লিট উপাধি প্রদান করা হবে এবং তিনিই প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

জনপ্রিয়

চবির সমাবর্তনের ১৮ হাজার সনদে নিজ হাতে স্বাক্ষর করছেন উপাচার্য

প্রকাশিত: ০১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনের ১৮ হাজার সনদপত্রে নিজ হাতে স্বাক্ষর করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সনদ স্বাক্ষরের একটি ছবি শেয়ার করেন তিনি।

 

পোস্টে তিনি লেখেন, “স্মরণকালের সর্ববৃহৎ সমাবর্তন। সমবর্তী ২৩ হাজার। মাত্র ১৮ হাজার সনদে স্বাক্ষর করতে হবে। সিল বানিয়ে দেওয়া যেতো। সেটা করিনি। সমাবর্তীরা আমাদের অ্যাকাডেমিক সন্তান। আমরা চাই, কষ্ট হলেও তাদের সনদে আমাদের হাতের ছোঁয়া থাক।”

 

আগামী ১৪ মে অনুষ্ঠেয় সমাবর্তনে ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করা ২৩ হাজার শিক্ষার্থী অংশ নেবেন। এটিকে দেশের ইতিহাসে সর্ববৃহৎ সমাবর্তন হিসেবে দেখা হচ্ছে।

 

এ সমাবর্তনে সরকারপ্রধানের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ডি-লিট উপাধি প্রদান করা হবে এবং তিনিই প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।