ঢাকা , বুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
তিস্তা নদীতে পানি বৃদ্ধি, পাঁচ জেলায় বন্যার আশঙ্কা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনসহ ৪ জন রিমান্ডে সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ হারালো ৩ যুবক সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন চার দিনের সফরে জাপান গেলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গাইবান্ধার ভরতখালী গরুর হাটে অতিরিক্ত টোল আদায়ে ২৫ হাজার টাকা জরিমানা সেন্টমার্টিনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে কোস্টগার্ড ও শিক্ষার্থীদের অংশগ্রহণ সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেপ্তার

শরিয়া কার্যকরে ‘নম্রতা’ নয়, আফগান প্রধান নেতার নির্দেশ

আফগানিস্তানের বর্তমান শাসক তালেবানের প্রধান নেতা শেখ হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, তাদের দেশে শরিয়া আইন কার্যকরে কোনো ‘নম্রতা’ দেখানো যাবে না। গতকাল (৩ মে) রাজধানী কাবুলে সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নিয়ে আয়োজিত একটি সেমিনারে শরিয়া আইন কার্যকরের ব্যাপারে জোরারোপ করেন তিনি। ওই সময় তাদের উদ্দেশ্যে শিক্ষা ও সংস্কার বিষয়ে কথা বলেন তিনি।

হিবাতুল্লাহ আখুন্দজাদা জানান, কয়েক শতক পর আফগানিস্তানের রাজনীতি এখন ইসলামিক ব্যক্তিত্বদের হাতে এসেছে। তিনি এ বিষয়টি আরও বেশি গুরুত্বের সঙ্গে নিতে বলেন।

আফগান সরকারের উপমুখপাত্র হামিদুল্লাহ ফিতরাত বলেন, “বৈঠকে আমির উল-মুমিনিন হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, শরিয়া কার্যকরের সময় কোনো ধরনের নম্রতা দেখাবেন না। শরিয়াতে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। অহংকার, বিভেদ এবং অবিশ্বাস এড়িয়ে চলুন। কোনো কিছু নিয়ে অবহেলা করবেন না। অবহেলা করার কোনো অজুহাত নেই। অপ্রয়োজনীয় জিনিসে আপনাদের সময় ব্যয় করবেন না। শত্রুর মিথ্যা প্রচারণায় প্রতারিত হবেন না। কারণ শত্রুরা মিথ্যা প্রচারণার মাধ্যমে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে।”

এছাড়া তিনি ন্যায়বিচার এবং অভাবী মানুষদের প্রতি নজর দেওয়ার ওপর জোর দেন।এরআগে কান্দাহারে হজ প্রশিক্ষকদের নিয়ে আয়োজিত একটি সেমিনারে হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছিলেন, আফগানিস্তানে যেন ইসলামিক আইন কার্যকর করা না যায় সেজন্য পশ্চিমা দেশগুলো ষড়যন্ত্র করছে।

এদিকে তালেবান ও আফগান সরকারের সর্বোচ্চ ব্যক্তি হলেও হিবাতুল্লাহ আখুন্দজাদাকে প্রকাশ্যে খুব বেশি একটা দেখা যায় না। তিনি প্রকাশ্যে আসলেও তার ছবি তুলতে দেওয়া হয় না।

জনপ্রিয়

তিস্তা নদীতে পানি বৃদ্ধি, পাঁচ জেলায় বন্যার আশঙ্কা

শরিয়া কার্যকরে ‘নম্রতা’ নয়, আফগান প্রধান নেতার নির্দেশ

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

আফগানিস্তানের বর্তমান শাসক তালেবানের প্রধান নেতা শেখ হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, তাদের দেশে শরিয়া আইন কার্যকরে কোনো ‘নম্রতা’ দেখানো যাবে না। গতকাল (৩ মে) রাজধানী কাবুলে সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নিয়ে আয়োজিত একটি সেমিনারে শরিয়া আইন কার্যকরের ব্যাপারে জোরারোপ করেন তিনি। ওই সময় তাদের উদ্দেশ্যে শিক্ষা ও সংস্কার বিষয়ে কথা বলেন তিনি।

হিবাতুল্লাহ আখুন্দজাদা জানান, কয়েক শতক পর আফগানিস্তানের রাজনীতি এখন ইসলামিক ব্যক্তিত্বদের হাতে এসেছে। তিনি এ বিষয়টি আরও বেশি গুরুত্বের সঙ্গে নিতে বলেন।

আফগান সরকারের উপমুখপাত্র হামিদুল্লাহ ফিতরাত বলেন, “বৈঠকে আমির উল-মুমিনিন হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, শরিয়া কার্যকরের সময় কোনো ধরনের নম্রতা দেখাবেন না। শরিয়াতে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। অহংকার, বিভেদ এবং অবিশ্বাস এড়িয়ে চলুন। কোনো কিছু নিয়ে অবহেলা করবেন না। অবহেলা করার কোনো অজুহাত নেই। অপ্রয়োজনীয় জিনিসে আপনাদের সময় ব্যয় করবেন না। শত্রুর মিথ্যা প্রচারণায় প্রতারিত হবেন না। কারণ শত্রুরা মিথ্যা প্রচারণার মাধ্যমে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে।”

এছাড়া তিনি ন্যায়বিচার এবং অভাবী মানুষদের প্রতি নজর দেওয়ার ওপর জোর দেন।এরআগে কান্দাহারে হজ প্রশিক্ষকদের নিয়ে আয়োজিত একটি সেমিনারে হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছিলেন, আফগানিস্তানে যেন ইসলামিক আইন কার্যকর করা না যায় সেজন্য পশ্চিমা দেশগুলো ষড়যন্ত্র করছে।

এদিকে তালেবান ও আফগান সরকারের সর্বোচ্চ ব্যক্তি হলেও হিবাতুল্লাহ আখুন্দজাদাকে প্রকাশ্যে খুব বেশি একটা দেখা যায় না। তিনি প্রকাশ্যে আসলেও তার ছবি তুলতে দেওয়া হয় না।