চট্টগ্রাম নগরীর বন্দরে এক কেজি ১০০ গ্রাম পুরিয়া গাঁজাসহ মোঃ হাসান আলী (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে নৌবাহিনী।
রবিবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর বন্দর থানাধীন নিমতলা বিশ্বরোড ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন। গ্রেপ্তারকৃত যুবক মোঃ হাসান আলী (২০) নোয়াখালী সেনাবাগ এলাকার বাসিন্দা।
নৌবাহিনী জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২১ হাজার ৯৫০ টাকা। গ্রেপ্তারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাখি আক্তার (৩৫) নামে একজন এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, নৌবাহিনীর অভিযানে মাদকসহ একজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।