চার দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি কাতারে অনুষ্ঠেয় ‘আর্থনা সামিট-২০২৫’-এ অংশগ্রহণ করবেন। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ও তার সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন। সামিটে অংশগ্রহণের পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে তার একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে আয়োজিত এ সামিট দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এতে কাতারের উষ্ণ ও শুষ্ক জলবায়ুর মধ্যে টেকসই উন্নয়ন সাধনে ঐতিহ্যবাহী সংস্কৃতি ও পরিবেশগত বৈচিত্র্যকে কাজে লাগানোর বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করা হবে।
‘আর্থনা সামিট’ প্রথাগত জ্ঞান ও আধুনিক উদ্ভাবনের সমন্বয়ে টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এতে এক অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে করণীয় বিষয় নিয়ে আলোচনা হবে।