ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মানবপাচারের শিকার এক কিশোরীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তিন বাংলাদেশি মানবপাচারকারী দালালকে আটক করা হয়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতীয় সীমান্তবর্তী কুমিল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, বিকাল ৫টার দিকে কুমিল্লাপাড়া এলাকায় ৭-৮ জনের একটি পাচারকারী দল আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হলে পাচারকারী দলের কয়েকজন ভারতীয় সীমান্তের ভেতরে পালিয়ে যায়। ধাওয়া করে বিজিবি সদস্যরা মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ভাটারা গ্রামের শিউলী খাতুনসহ ৪ জনকে আটক করে।
এ সময় তিন থেকে চারজন ভারতীয় দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের আক্রমণ করতে উদ্যত হলে আত্মরক্ষার্থে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বিজিবি। এতে মানবপাচারকারী দালালরা পালিয়ে যায়। পরে শিউলী খাতুনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাকে ভারতের কলকাতায় পাঠানো হয়েছিল।