পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা ও কর্মচারীদের দাপ্তরিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক অফিস আদেশে বিআরইবি জানায়, চাঁদা উত্তোলন, গণস্বাক্ষর সংগ্রহ, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও উসকানিমূলক বক্তব্য প্রচারসহ বিভিন্ন শৃঙ্খলা বিরোধী কাজের অভিযোগ উঠেছে।
আদেশে আরও বলা হয়, কিছু লাইনক্রু বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন, যা ঝুঁকিপূর্ণ এবং অনভিপ্রেত। এসব কর্মকাণ্ড বন্ধে পদক্ষেপ গ্রহণের দায়িত্ব পবিসের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপকদের উপর ন্যস্ত করা হয়েছে। গাফিলতি হলে তাদেরকেও দায়ভার নিতে হবে বলে সতর্ক করা হয়েছে।