আগামী এক থেকে দেড় বছরের মধ্যে চলমান চারটি বিসিএস পরীক্ষার জট নিরসনের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষার ফল দ্রুত প্রকাশে আধুনিক কাঠামো তৈরির কাজও চলছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ে পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম এসব তথ্য জানান।
তিনি জানান, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হয়েছে এবং চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য জুন মাস। ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৮ আগস্ট, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ৮ থেকে ১৯ মে এবং পদসংশ্লিষ্ট পরীক্ষা জুনের শেষ সপ্তাহে শুরু হবে।
পিএসসি পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়াতে পরীক্ষাপদ্ধতির সংস্কার করছে। প্রশ্নপত্র প্রণয়ন, মূল্যায়ন ও ফল প্রক্রিয়ায় উন্নয়নের পাশাপাশি থাম্বপ্রিন্ট সংগ্রহ করে প্রক্সি পরীক্ষার্থী শনাক্ত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আরও ১০ হাজার পরীক্ষার্থীকে উত্তীর্ণ করার ব্যাখ্যা দিয়ে জানানো হয়, প্রশ্নফাঁসের অভিযোগের তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে সবার ফল বাতিল না করে নির্দোষদের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪৯তম বিসিএস থেকে সিলেবাস পরিবর্তনের পরিকল্পনার কথাও জানানো হয় প্রেস ব্রিফিংয়ে।