ঢাকা , শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বিসিএস পরীক্ষার জট নিরসনে পিএসসির পরিকল্পনা, আধুনিক কাঠামো তৈরির উদ্যোগ দাপ্তরিক শৃঙ্খলা ভঙ্গ না করতে পল্লী বিদ্যুৎ কর্মীদের সতর্ক করলো বিআরইবি র‍্যাবের নতুন মুখপাত্র হলেন উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফর স্থগিত ঢাকার সব জেব্রা ক্রসিংয়ে পর্যায়ক্রমে বসানো হবে সংকেতবাতি চট্টগ্রামে জাল হলফনামা: আইনজীবী ও কম্পিউটার অপারেটরের দুদিনের রিমান্ড আওয়ামী লীগের সঙ্গে নয়, শয়তানের সঙ্গেও আপস সম্ভব: ইকবাল হাসান মাহমুদ টুকু ৯ মাস পর উত্তোলন করে জান শরীফ মিঠুর মরদেহে ময়নাতদন্ত, সন্ধ্যায় পুনরায় দাফন ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টাকারীরা বোকার স্বর্গে বাস করছে: ছাত্রশিবির সভাপতি জামায়াতের নিজস্ব কোনো এজেন্ডা নেই, ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সংগ্রাম চলছে: ডা. শফিকুর রহমান

আওয়ামী লীগের সঙ্গে নয়, শয়তানের সঙ্গেও আপস সম্ভব: ইকবাল হাসান মাহমুদ টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ দেশটাকে লুট করে খালি করে দিয়েছে। এ ধরনের কাজ কেবল আওয়ামী লীগের পক্ষেই সম্ভব, কারণ এটি কোনো ভদ্র লোকের দল নয়। তাই শয়তানের সঙ্গে আপস হতে পারে, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে নয়।

 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা বিএনপির আয়োজনে জামতৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দলীয় সদস্য ফরম নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, ফরম নবায়নের সময় সতর্ক থাকতে হবে যাতে কোনো নব্য আওয়ামী লীগ সদস্য বিএনপির ভেতরে ঢুকে না পড়ে। যদি কোনো নেতাকর্মীর মাধ্যমে এমন কেউ ঢুকে পড়ে, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

অনুষ্ঠানে কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বী উথান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল কায়েসসহ বিএনপির স্থানীয় নেতারা।

জনপ্রিয়

বিসিএস পরীক্ষার জট নিরসনে পিএসসির পরিকল্পনা, আধুনিক কাঠামো তৈরির উদ্যোগ

আওয়ামী লীগের সঙ্গে নয়, শয়তানের সঙ্গেও আপস সম্ভব: ইকবাল হাসান মাহমুদ টুকু

প্রকাশিত: ৪ ঘন্টা আগে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ দেশটাকে লুট করে খালি করে দিয়েছে। এ ধরনের কাজ কেবল আওয়ামী লীগের পক্ষেই সম্ভব, কারণ এটি কোনো ভদ্র লোকের দল নয়। তাই শয়তানের সঙ্গে আপস হতে পারে, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে নয়।

 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা বিএনপির আয়োজনে জামতৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দলীয় সদস্য ফরম নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, ফরম নবায়নের সময় সতর্ক থাকতে হবে যাতে কোনো নব্য আওয়ামী লীগ সদস্য বিএনপির ভেতরে ঢুকে না পড়ে। যদি কোনো নেতাকর্মীর মাধ্যমে এমন কেউ ঢুকে পড়ে, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

অনুষ্ঠানে কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বী উথান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল কায়েসসহ বিএনপির স্থানীয় নেতারা।