চট্টগ্রামের লোহাগাড়ায় সোস্যাল মিডিয়া ফেসবুকে ভুয়া আইডি থেকে ব্যবসায়ীর ছবি এবং অসত্য তথ্য দিয়ে অপপ্রচার করায় থানায় সাধারণ ডায়েরি করেছেন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি এলাকার মাওলানা আবাদুর রউফ বাড়ীর মুহাম্মদ আলীর পুত্র তরুণ ব্যবসায়ী মেসার্স শাহনাজ ট্রেডিংয়ের মালিক সালাহ উদ্দীন হিরু।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে তিনি লোহাগাড়া থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরিটি করেন। জিডিতে তিনি অভিযোগ করে বলেন, বিগত ১ লা এপ্রিল থেকে আমার ছবি ব্যবহার করে কে বা কারা সোস্যাল মিডিয়ায় মিথ্যা ভিত্তিহীন অসত্য তথ্য ছড়াচ্ছে যার মধ্যে কোনটাই সত্যি নয়।
সোস্যাল মিডিয়া ফেসবুকে ভুয়া আইডি খুলে আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য কোন একটা গ্রুপ আমার বিরুদ্ধে উটে পড়ে লেগেছে, এটা আমার জন্য যথেষ্ট মানহানিকর এবং আমার জীবনের জন্য হুমকিও বটে। এই ধরনের অপপ্রচার জীবন চলার পথে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করছে, এই ধরনের মানহানিকর অপপ্রচারের বিরুদ্ধে এবং আমার জীবনের নিরাপত্তার স্বার্থে সেই ভূয়া আইডিগুলোর লিংক উল্লেখপূর্বক লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছি যার জিডি নম্বর ১০৩৫।
এহেন ঘৃণ্য কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সালাহ উদ্দীন হিরু বলেন এই ধরনের ভুয়া আইডি সনাক্ত করে জড়িতদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তিসহ এই ধরনের পরিচয়হীন আইডি বন্ধের দাবি জানান এবং ভুয়া আইডি সনাক্তে আইসিটি আইনে সাইবার ট্রাইব্যুনালেও মামলা করবেন বলেও জানান তিনি।
এ বিষয়ে জিডির তদন্ত কর্মকর্তা লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম আজাদীকে বলেন, ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার ও জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন, তদন্তস্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।