ঢাকা , শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বিসিএস পরীক্ষার জট নিরসনে পিএসসির পরিকল্পনা, আধুনিক কাঠামো তৈরির উদ্যোগ দাপ্তরিক শৃঙ্খলা ভঙ্গ না করতে পল্লী বিদ্যুৎ কর্মীদের সতর্ক করলো বিআরইবি র‍্যাবের নতুন মুখপাত্র হলেন উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফর স্থগিত ঢাকার সব জেব্রা ক্রসিংয়ে পর্যায়ক্রমে বসানো হবে সংকেতবাতি চট্টগ্রামে জাল হলফনামা: আইনজীবী ও কম্পিউটার অপারেটরের দুদিনের রিমান্ড আওয়ামী লীগের সঙ্গে নয়, শয়তানের সঙ্গেও আপস সম্ভব: ইকবাল হাসান মাহমুদ টুকু ৯ মাস পর উত্তোলন করে জান শরীফ মিঠুর মরদেহে ময়নাতদন্ত, সন্ধ্যায় পুনরায় দাফন ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টাকারীরা বোকার স্বর্গে বাস করছে: ছাত্রশিবির সভাপতি জামায়াতের নিজস্ব কোনো এজেন্ডা নেই, ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সংগ্রাম চলছে: ডা. শফিকুর রহমান

চট্টগ্রামে জাল হলফনামা: আইনজীবী ও কম্পিউটার অপারেটরের দুদিনের রিমান্ড

চট্টগ্রামে বিচারকের সিলমোহর জাল করে ভুয়া হলফনামা তৈরির মামলায় আইনজীবী ফরহাদ উদ্দিন ও কম্পিউটার অপারেটর সুমনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক এই আদেশ দেন।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালী থানার উপপরিদর্শক মো. আজহার জানান, তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড চাওয়া হলেও আদালত দুদিন মঞ্জুর করেছেন।

 

গত ১৮ মার্চ অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া ওয়ারিশ হলফনামা তৈরি করার অভিযোগে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন আদালতের নাজির আবুল কালাম আজাদ। এতে রোজী আক্তারসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করা হয়।

 

১৩ মার্চ এক আইনজীবীর মোবাইল ফোনে পাওয়া একটি ভুয়া হলফনামা দেখে সন্দেহ হয় আদালতের নাজিরের। পরবর্তীতে রেজিস্টার খাতায় যাচাই করে দেখা যায়, হলফনামাটির ক্রমিক নম্বরটি আগে থেকেই অন্য এক ব্যক্তির নামে নথিভুক্ত। সেই ভুয়া হলফনামা চট্টগ্রাম সিটি করপোরেশনে দাখিলও করা হয়েছিল।

 

পরবর্তীতে বিচারকের সিল ও স্বাক্ষর জাল হওয়ার বিষয়টি নিশ্চিত হলে প্রথমে রোজী আক্তারকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আইনজীবী ফরহাদ উদ্দিন এবং পরবর্তীতে কম্পিউটার অপারেটর সুমনকে গ্রেফতার করা হয়।

জনপ্রিয়

বিসিএস পরীক্ষার জট নিরসনে পিএসসির পরিকল্পনা, আধুনিক কাঠামো তৈরির উদ্যোগ

চট্টগ্রামে জাল হলফনামা: আইনজীবী ও কম্পিউটার অপারেটরের দুদিনের রিমান্ড

প্রকাশিত: ৪ ঘন্টা আগে

চট্টগ্রামে বিচারকের সিলমোহর জাল করে ভুয়া হলফনামা তৈরির মামলায় আইনজীবী ফরহাদ উদ্দিন ও কম্পিউটার অপারেটর সুমনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক এই আদেশ দেন।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালী থানার উপপরিদর্শক মো. আজহার জানান, তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড চাওয়া হলেও আদালত দুদিন মঞ্জুর করেছেন।

 

গত ১৮ মার্চ অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া ওয়ারিশ হলফনামা তৈরি করার অভিযোগে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন আদালতের নাজির আবুল কালাম আজাদ। এতে রোজী আক্তারসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করা হয়।

 

১৩ মার্চ এক আইনজীবীর মোবাইল ফোনে পাওয়া একটি ভুয়া হলফনামা দেখে সন্দেহ হয় আদালতের নাজিরের। পরবর্তীতে রেজিস্টার খাতায় যাচাই করে দেখা যায়, হলফনামাটির ক্রমিক নম্বরটি আগে থেকেই অন্য এক ব্যক্তির নামে নথিভুক্ত। সেই ভুয়া হলফনামা চট্টগ্রাম সিটি করপোরেশনে দাখিলও করা হয়েছিল।

 

পরবর্তীতে বিচারকের সিল ও স্বাক্ষর জাল হওয়ার বিষয়টি নিশ্চিত হলে প্রথমে রোজী আক্তারকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আইনজীবী ফরহাদ উদ্দিন এবং পরবর্তীতে কম্পিউটার অপারেটর সুমনকে গ্রেফতার করা হয়।