ঢাকা , শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বিসিএস পরীক্ষার জট নিরসনে পিএসসির পরিকল্পনা, আধুনিক কাঠামো তৈরির উদ্যোগ দাপ্তরিক শৃঙ্খলা ভঙ্গ না করতে পল্লী বিদ্যুৎ কর্মীদের সতর্ক করলো বিআরইবি র‍্যাবের নতুন মুখপাত্র হলেন উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফর স্থগিত ঢাকার সব জেব্রা ক্রসিংয়ে পর্যায়ক্রমে বসানো হবে সংকেতবাতি চট্টগ্রামে জাল হলফনামা: আইনজীবী ও কম্পিউটার অপারেটরের দুদিনের রিমান্ড আওয়ামী লীগের সঙ্গে নয়, শয়তানের সঙ্গেও আপস সম্ভব: ইকবাল হাসান মাহমুদ টুকু ৯ মাস পর উত্তোলন করে জান শরীফ মিঠুর মরদেহে ময়নাতদন্ত, সন্ধ্যায় পুনরায় দাফন ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টাকারীরা বোকার স্বর্গে বাস করছে: ছাত্রশিবির সভাপতি জামায়াতের নিজস্ব কোনো এজেন্ডা নেই, ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সংগ্রাম চলছে: ডা. শফিকুর রহমান

আটাব সভাপতি ও মহাসচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সদস্যপদ থেকে পদত্যাগ সবুজ মুন্সীর

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সভাপতি ও মহাসচিবের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অর্থ পাচার এবং দুর্নীতির অভিযোগ তুলে সংগঠনটির কার্যনির্বাহী সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নড়িয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের স্বত্বাধিকারী সবুজ মুন্সী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

 

নিজ প্রতিষ্ঠানের প্যাডে দেওয়া পদত্যাগপত্রে সবুজ মুন্সী উল্লেখ করেন, আটাব কমিটির স্বেচ্ছাচারিতা ও অনিয়মের কারণে এবং সাধারণ সদস্যদের পক্ষ থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের হওয়ায় তিনি বিব্রতবোধ করছেন।

 

চিঠিতে তিনি আরও বলেন, আটাবের সভাপতি ও মহাসচিব বিদেশে অর্থ পাচারের জন্য ফেম ট্রিপের নামে সায়মন ওভারসীজ এবং সায়মন হলিডেজের মাধ্যমে অর্থ পাচার করেছেন। তিনি এই কর্মকাণ্ডকে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

 

এদিকে, আটাবের বর্তমান সভাপতি আবদুস সালাম আরেফ ও মহাসচিব আফসিয়া জান্নাত সালেহের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন(দুদক) এবং একাধিক গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করেছে।

 

গত ২২ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তাহসিনা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে আটাবকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় এবং সংগঠনটিকে ১০ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।

জনপ্রিয়

বিসিএস পরীক্ষার জট নিরসনে পিএসসির পরিকল্পনা, আধুনিক কাঠামো তৈরির উদ্যোগ

আটাব সভাপতি ও মহাসচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সদস্যপদ থেকে পদত্যাগ সবুজ মুন্সীর

প্রকাশিত: ৫ ঘন্টা আগে

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সভাপতি ও মহাসচিবের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অর্থ পাচার এবং দুর্নীতির অভিযোগ তুলে সংগঠনটির কার্যনির্বাহী সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নড়িয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের স্বত্বাধিকারী সবুজ মুন্সী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

 

নিজ প্রতিষ্ঠানের প্যাডে দেওয়া পদত্যাগপত্রে সবুজ মুন্সী উল্লেখ করেন, আটাব কমিটির স্বেচ্ছাচারিতা ও অনিয়মের কারণে এবং সাধারণ সদস্যদের পক্ষ থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের হওয়ায় তিনি বিব্রতবোধ করছেন।

 

চিঠিতে তিনি আরও বলেন, আটাবের সভাপতি ও মহাসচিব বিদেশে অর্থ পাচারের জন্য ফেম ট্রিপের নামে সায়মন ওভারসীজ এবং সায়মন হলিডেজের মাধ্যমে অর্থ পাচার করেছেন। তিনি এই কর্মকাণ্ডকে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

 

এদিকে, আটাবের বর্তমান সভাপতি আবদুস সালাম আরেফ ও মহাসচিব আফসিয়া জান্নাত সালেহের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন(দুদক) এবং একাধিক গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করেছে।

 

গত ২২ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তাহসিনা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে আটাবকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় এবং সংগঠনটিকে ১০ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।