গাজীপুরের টঙ্গী তুরাগ নদের তীরে তাবলিগ জামাতের শূরায়ে নেজামের (জুবায়েরপন্থি) ৫ দিন ব্যাপী জোড় ইজতেমার রোববার ছিল তৃতীয় দিন। এ দিন ময়দানে সমবেত চিল্লাধারী মুসল্লিরা মুরুব্বিদের বয়ান, তাসবিহ-তাহলিল, জিকির-আসকার ও নফল ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছেন।
রোববার দুপুরে জোড় ইজতেমায় অংশ নেওয়া আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে।
বিষয়টি শূরায়ে নেজামের (জুবায়েরপন্থি) গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান নিশ্চিত করেছেন।
রোববার যারা বয়ান করলেন: রোববার বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা। সকাল ১০টা থেকে আমলি ফিকির করেন ইজতেমার মুরুব্বি ভারতের বেঙ্গালুরের ফারুক।
আরও এক মুসল্লির মৃত্যু: ময়দানে আগত মুসল্লিদের মধ্যে হায়দার আলী (৩৫) নামে আরও এক মুসল্লি রোববার দুপুরে টঙ্গী সরকারি হাসপাতালে মারা গেছেন। তিনি রংপুর জেলার কোতোয়ালি থানার বৌরাগীপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। দুপুরে তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে জোড় ইজতেমার তিন দিনে দুই মুসল্লির মৃত্যু হলো।
আগামী ৩ ডিসেম্বর মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শূরায়ে নেজামের ৫ দিনের জোড় ইজতেমা।