ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

সাবেক সরকার আমলের মোট ৭ হাজার ৪টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস

ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ এলাকার বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল)। গত ৮ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত মোট ৭ হাজার ৪টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে প্রতিষ্ঠানটি।

এতে বলা হয়, এসব অবৈধ সংযোগের মাধ্যমে বিভিন্ন শিল্প-কারখানা ও আবাসিক এলাকা থেকে গ্যাসের অপব্যবহার হচ্ছিল। তিতাস গ্যাসের প্রতিনিধিরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ সংযোগগুলো চিহ্নিত করে বন্ধ করে দিয়েছেন। এই সময়ে মোট ৪০ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

অভিযানটি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহসহ বিভিন্ন এলাকায় পরিচালিত হয়। এসব এলাকায় কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ, সাভার, গুলশান, আশুলিয়া, মিরপুর, ভালুকা, মেঘনাঘাটসহ বেশ কিছু স্থান অন্তর্ভুক্ত ছিল।

১০ নভেম্বর রোববার বিশেষ অভিযান চালিয়ে কেরানীগঞ্জ, ফতুল্লা ও গাজীপুরের তিনটি শিল্প প্রতিষ্ঠানের এবং ৬১টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই অভিযানগুলোর মাধ্যমে তিতাস গ্যাসের ৯৭টি শিল্প-কারখানা, ৫৬টি বাণিজ্যিক এবং ৬,৮৫১টি আবাসিক সংযোগ বন্ধ করা হয়েছে। এসব অবৈধ সংযোগ থেকে প্রতিদিন ১৯,৫৬৯টি বার্নার গ্যাস পোড়ানো হচ্ছিল বলে জানানো হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

 

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

সাবেক সরকার আমলের মোট ৭ হাজার ৪টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ এলাকার বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল)। গত ৮ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত মোট ৭ হাজার ৪টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে প্রতিষ্ঠানটি।

এতে বলা হয়, এসব অবৈধ সংযোগের মাধ্যমে বিভিন্ন শিল্প-কারখানা ও আবাসিক এলাকা থেকে গ্যাসের অপব্যবহার হচ্ছিল। তিতাস গ্যাসের প্রতিনিধিরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ সংযোগগুলো চিহ্নিত করে বন্ধ করে দিয়েছেন। এই সময়ে মোট ৪০ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

অভিযানটি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহসহ বিভিন্ন এলাকায় পরিচালিত হয়। এসব এলাকায় কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ, সাভার, গুলশান, আশুলিয়া, মিরপুর, ভালুকা, মেঘনাঘাটসহ বেশ কিছু স্থান অন্তর্ভুক্ত ছিল।

১০ নভেম্বর রোববার বিশেষ অভিযান চালিয়ে কেরানীগঞ্জ, ফতুল্লা ও গাজীপুরের তিনটি শিল্প প্রতিষ্ঠানের এবং ৬১টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই অভিযানগুলোর মাধ্যমে তিতাস গ্যাসের ৯৭টি শিল্প-কারখানা, ৫৬টি বাণিজ্যিক এবং ৬,৮৫১টি আবাসিক সংযোগ বন্ধ করা হয়েছে। এসব অবৈধ সংযোগ থেকে প্রতিদিন ১৯,৫৬৯টি বার্নার গ্যাস পোড়ানো হচ্ছিল বলে জানানো হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।