ঢাকায় ছাত্র-জনতার মশাল মিছিলে আওয়ামী লীগের দোসর জাপার হামলার প্রতিবাদে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফাহাদুল ইসলাম ফাহাদ, জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মাহবুব হোসেন রাসেল, পৌর জামায়াতের সেক্রেটারী সাইফুল ইসলাম, সমন্বয়ক রাসেল প্রমুখ।
এ সময় তারা বলেন, আওয়ামী লীগকে দেশ ছাড়া করতে পেরেছি। জাতীয় পার্টিকে দেশ ছাড়া করতে ছাত্র জনতার সময় লাগবে না। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেভাবে অতি দ্রুত জাপাকে নিষিদ্ধের জোর দাবি জানাচ্ছি।