ঢাকা , মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নারীর

ফেনীর দাগনভূঞায় ট্রাকের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দুলামিয়া কটন মিলের সামনে ফেনী-মাইজদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা বলছেন, ওই নারী মানসিক ভারসম্যহীন ছিলেন।

দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, সোমবার রাতে দুলামিয়া কটন মিলের সামনে মহাসড়কে রাস্তা পারাপারের সময় ওই নারীকে একটি দ্রুত গতির ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ওই নারী মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়।

জনপ্রিয়

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নারীর

প্রকাশিত: ৪ ঘন্টা আগে

ফেনীর দাগনভূঞায় ট্রাকের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দুলামিয়া কটন মিলের সামনে ফেনী-মাইজদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা বলছেন, ওই নারী মানসিক ভারসম্যহীন ছিলেন।

দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, সোমবার রাতে দুলামিয়া কটন মিলের সামনে মহাসড়কে রাস্তা পারাপারের সময় ওই নারীকে একটি দ্রুত গতির ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ওই নারী মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়।