নেত্রকোনার আটপাড়ায় ৮ বছরের এক মাদরাসা ছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগে মাসুম মিয়া (৪৪) নামে এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।
রোববার (৫ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ব্রুজের বাজার সংলগ্ন জঙ্গলে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী অটোরিকশা চালক মাসুম মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।আটক অটোরিকশা চালক মাসুম উপজেলার পালপাড়া গ্রামের নুরুল হকের ছেলে।
ভুক্তভোগী শিশুটি উপজেলার বানিয়াজান ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। শিশুটি স্থানীয় একটি মাদরাসায় নাজেরা বিভাগে পড়ে।অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ছাত্র প্রতিদিনের মতো মাদরাসা শেষে বাড়ি ফিরছিল। এ সময় সে মাসুম মিয়ার অটোরিকশায় ওঠে। অভিযুক্ত চালক শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে একটি নির্জন জঙ্গলে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এসময় চালককে ধরে পিটিয়ে পুলিশে সোপর্দ করে।এ ঘটনার রাতে শিশুটির বাবা বাদী হয়ে অটোরিকশা চালক মাসুম মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরে ওই মামলায় মাসুম মিয়াকে গ্রেফতার দেখিয়ে সোমবার সকালে আদালতে পাঠানো হয়।