জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অবসরপ্রাপ্তরা হলেন- উপ-রেজিস্ট্রার মো. শাহ আলম ঢালী, মো. মোহসীন ইকবাল, প্রেমানন্দ শীল, মোহাম্মদ শামীম আলম মৃধা, মোছা. জিন্নাত আরা, অমিত কুমার দাম, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মো. মতিউর রহমান মোল্যা এবং সহকারী রেজিস্ট্রার এ কে এম বদরুল আলম।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিন্ডিকেট সভায় চাকুরিকাল ২৫ বছরপূর্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নয় জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়। ২৫ বছর চাকুরিপূর্তিতে ঐচ্ছিক অবসর এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কোন কর্মচারীকে অবসর প্রদান করার বিধানাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকুরি সংবিধিতে অন্তর্ভুক্ত করে চাকুরি সংবিধি সংশোধন করার প্রস্তাব ২০২৪ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৩তম সভায় অনুমোদিত এবং ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশনে অনুসমর্থিত হওয়ায় সিন্ডিকেট সভায় ০৯ (নয়) জন কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে প্রয়োজন বিবেচনা করে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে।