নারায়ণগঞ্জের ফতুল্লায় জুটের গোডাউন ও ছাপাখানায় ভয়াবহ আগুন লেগেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত দেড়টার দিকে ফতুল্লার সস্তাপুর হযরত শাহের মাজারসংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
স্থানীয়রা জানান, রাত দেড়টায় হঠাৎ হৃদয় আহমেদের জুটের গোডাউন থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। টের পেয়ে আশপাশের লোকজন গোডাউনের চারপাশ দিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে জুটের গোডাউনের আগুন পাশে থাকা এমরান মিয়ার গেঞ্জির ছাপাখানায় ছড়িয়ে পড়ে। এরপর তারা নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।