ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: ‘ডুক্কু রুবেল’সহ সাতজন গ্রেফতার

রাজধানীর মিরপুরের শাহআলী এলাকায় পূর্বশত্রুতার জেরে সংঘটিত মারামারির ঘটনায় কিশোর গ্যাং লিডার রবিউল ইসলাম রুবেল ওরফে ‘ডুক্কু রুবেল’সহ সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। বৃহস্পতিবার রাতে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতার হওয়া অন্যরা হলেন—শান্ত ইসলাম, সিজয় আহমেদ ওরফে রমজান আলি, আলম, ইয়াকুব আলী, আমিনুল ইসলাম ও সোহেল।

ডিবি মিরপুর বিভাগের সূত্রে জানা যায়, এ ঘটনায় শাহআলী থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

ঘটনার সূত্রপাত ঘটে গত সোমবার, যখন যুবদল কর্মী রাব্বি খান তার লোকজন নিয়ে ছাত্রহত্যা মামলার আসামি ও ৯৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শরিফকে আটক করে। খবর পেয়ে আসামি রফিকুল ইসলাম ওরফে বগা বাবু তার লোকজন নিয়ে শরিফকে ছিনিয়ে নেয়। এ নিয়ে বাদী জহিরুল ইসলাম ও রফিকুলের মধ্যে বাগবিতণ্ডা হয়।

এরই জেরে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কিশোর গ্যাংয়ের সদস্যরা ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের অফিসে এসে জহিরুলকে তুলে নেওয়ার চেষ্টা করে। স্থানীয়দের বাধায় তারা ব্যর্থ হলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে জহিরুলসহ কয়েকজন আহত হন।

শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “মারামারির মামলার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে ডিবি। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

স্থানীয়রা বলছেন, এলাকায় কিশোর গ্যাংয়ের দাপট দিন দিন বেড়েই চলেছে, যা জননিরাপত্তার জন্য উদ্বেগজনক। পুলিশের এই অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন এবং গ্যাং নির্মূলে আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

সূত্র: ডিএমপি, ডিবি ও স্থানীয় সূত্র।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: ‘ডুক্কু রুবেল’সহ সাতজন গ্রেফতার

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

রাজধানীর মিরপুরের শাহআলী এলাকায় পূর্বশত্রুতার জেরে সংঘটিত মারামারির ঘটনায় কিশোর গ্যাং লিডার রবিউল ইসলাম রুবেল ওরফে ‘ডুক্কু রুবেল’সহ সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। বৃহস্পতিবার রাতে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতার হওয়া অন্যরা হলেন—শান্ত ইসলাম, সিজয় আহমেদ ওরফে রমজান আলি, আলম, ইয়াকুব আলী, আমিনুল ইসলাম ও সোহেল।

ডিবি মিরপুর বিভাগের সূত্রে জানা যায়, এ ঘটনায় শাহআলী থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

ঘটনার সূত্রপাত ঘটে গত সোমবার, যখন যুবদল কর্মী রাব্বি খান তার লোকজন নিয়ে ছাত্রহত্যা মামলার আসামি ও ৯৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শরিফকে আটক করে। খবর পেয়ে আসামি রফিকুল ইসলাম ওরফে বগা বাবু তার লোকজন নিয়ে শরিফকে ছিনিয়ে নেয়। এ নিয়ে বাদী জহিরুল ইসলাম ও রফিকুলের মধ্যে বাগবিতণ্ডা হয়।

এরই জেরে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কিশোর গ্যাংয়ের সদস্যরা ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের অফিসে এসে জহিরুলকে তুলে নেওয়ার চেষ্টা করে। স্থানীয়দের বাধায় তারা ব্যর্থ হলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে জহিরুলসহ কয়েকজন আহত হন।

শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “মারামারির মামলার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে ডিবি। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

স্থানীয়রা বলছেন, এলাকায় কিশোর গ্যাংয়ের দাপট দিন দিন বেড়েই চলেছে, যা জননিরাপত্তার জন্য উদ্বেগজনক। পুলিশের এই অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন এবং গ্যাং নির্মূলে আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

সূত্র: ডিএমপি, ডিবি ও স্থানীয় সূত্র।