আগামীকাল বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে।
মূল বিষয়সমূহ:
–পরীক্ষার সময়কাল: ১০ এপ্রিল – ১৩ মে ২০২৫
–পরীক্ষার সময়: প্রতিদিন সকাল ১০টা – বেলা ১টা
–ব্যবহারিক পরীক্ষা: ১৫ মে – ২২ মে
–প্রথম পরীক্ষা: বাংলা প্রথম পত্র
–শেষ পরীক্ষা: বাংলা দ্বিতীয় পত্র / সহজ বাংলা দ্বিতীয় পত্র
পরীক্ষার্থীদের জন্য ১৪ নির্দেশনা:
১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই কেন্দ্রে প্রবেশ করতে হবে।
২.প্রশ্নপত্রে উল্লেখিত সময় মেনে পরীক্ষা শুরু ও শেষ করতে হবে।
৩. প্রথমে MCQ, পরে লিখিত অংশ হবে—কোনো বিরতি থাকবে না।
৪. প্রবেশপত্র পরীক্ষা শুরুর অন্তত ৩ দিন আগে সংগ্রহ করতে হবে।
৫. ব্যবহারিক বিষয়ের নম্বর ধারাবাহিক মূল্যায়নের ভিত্তিতে জমা দিতে হবে।
৬. OMR ফরমে সঠিকভাবে রোল, রেজি নম্বর, বিষয় কোড পূরণ করতে হবে।
৭. MCQ, লিখিত ও ব্যবহারিক—তিন বিভাগেই আলাদা করে পাস করতে হবে।
৮. নিবন্ধিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে পরীক্ষা দেওয়া যাবে না।
৯. নিজ বিদ্যালয়ে পরীক্ষা দেওয়া যাবে না; কেন্দ্রে স্থানান্তর করা হবে।
১০. সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
১১. কেন্দ্র সচিব ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।
১২. একই উপস্থিতি পত্রে সব অংশে উপস্থিতি দেখাতে হবে।
১৩. ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে হবে।
১৪. ফল প্রকাশের ৭ দিনের মধ্যে পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে।