দুবাইয়ে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের হার দিয়ে পর্দা নেমেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ আসরের। যেখানে ৪ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে ভারত। তবে টুর্নামেন্ট শেষ হলেও বিতর্ক থেমে নেই। এবারের বিতর্কটি revolves around পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্তৃপক্ষের অনুপস্থিতি।
পাকিস্তানই ছিল এই টুর্নামেন্টের একক আয়োজক, তবে ভারতের বাধার কারণে হাইব্রিড মডেলে আয়োজিত হয় চ্যাম্পিয়ন্স ট্রফি। যেখানে পাকিস্তানের মাটিতে না হওয়া সত্ত্বেও ভারত একমাত্র দেশ হিসেবে দুবাইতে নিজেদের সব ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল। এই বিষয়টি নিয়ে অনেক আগে থেকেই বিতর্ক চলছিল, কিন্তু এবার উঠেছে নতুন এক বিতর্ক।
ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রধান রজার বিনি ও সচিব জয় শাহ উপস্থিত থাকলেও সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোন কর্মকর্তা উপস্থিত ছিলেন না। অনেকের আশা ছিল, পিসিবি প্রধান মহসিন নাকভি অন্তত সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, কিন্তু তা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক পেস বোলার শোয়েব আখতার।
তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। শোয়েব আখতার লিখেছেন, “খুব অদ্ভুত একটা ব্যাপার দেখলাম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজনও ওখানে ছিলেন না, অথচ পাকিস্তানই চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক।”
এই ঘটনার পর পাকিস্তান ক্রিকেটের সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, এবং এ নিয়ে আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে।