ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

চটপটির দোকানের নামে ২৩৪ কোটি টাকা ঋণ নেওয়া ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

চটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগে রেস্তোরাঁ ব্যবসায়ী নাজমী নওরোজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

দুদকের উপপরিচালক আফরোজা হক খান আদালতে আবেদন করেন। দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী জানান, আদালত আবেদন মঞ্জুর করে নাজমী নওরোজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।
অভিযোগ সংশ্লিষ্ট ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ (এস আলম গ্রুপ) ও অন্যান্যদের বিরুদ্ধে চটপটির দোকানে ২৩৪ কোটি টাকা ঋণ প্রদানের অভিযোগ অনুসন্ধানের জন্য ৪ সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।দুদকের তদন্তে জানা যায়, নাজমী নওরোজ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তার বিদেশ গমন রোধ করা একান্ত প্রয়োজন।

গত ১৫ জানুয়ারি দুদক জানায়, চট্টগ্রামে নওরোজ এন্টারপ্রাইজের একটি চটপটির দোকান ও দুটি রেস্তোরাঁর বিপরীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২৩৪ কোটি টাকা ব্যাংক ঋণ প্রদানে অনিয়মের অভিযোগ উঠেছে। এই ঋণ জালিয়াতির সঙ্গে এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যাংকটির মালিক সাইফুল আলম মাসুদের সংশ্লিষ্টতা রয়েছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়।

আদালত নাজমী নওরোজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন যাতে তিনি অনুসন্ধান কাজে বাধা সৃষ্টি করতে না পারেন।দুদক সংশ্লিষ্ট দোষীদের বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।

এই ঘটনায় দুদকের তদন্ত ও আদালতের আদেশ ঋণ জালিয়াতির অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেয়।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

চটপটির দোকানের নামে ২৩৪ কোটি টাকা ঋণ নেওয়া ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

চটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগে রেস্তোরাঁ ব্যবসায়ী নাজমী নওরোজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

দুদকের উপপরিচালক আফরোজা হক খান আদালতে আবেদন করেন। দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী জানান, আদালত আবেদন মঞ্জুর করে নাজমী নওরোজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।
অভিযোগ সংশ্লিষ্ট ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ (এস আলম গ্রুপ) ও অন্যান্যদের বিরুদ্ধে চটপটির দোকানে ২৩৪ কোটি টাকা ঋণ প্রদানের অভিযোগ অনুসন্ধানের জন্য ৪ সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।দুদকের তদন্তে জানা যায়, নাজমী নওরোজ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তার বিদেশ গমন রোধ করা একান্ত প্রয়োজন।

গত ১৫ জানুয়ারি দুদক জানায়, চট্টগ্রামে নওরোজ এন্টারপ্রাইজের একটি চটপটির দোকান ও দুটি রেস্তোরাঁর বিপরীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২৩৪ কোটি টাকা ব্যাংক ঋণ প্রদানে অনিয়মের অভিযোগ উঠেছে। এই ঋণ জালিয়াতির সঙ্গে এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যাংকটির মালিক সাইফুল আলম মাসুদের সংশ্লিষ্টতা রয়েছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়।

আদালত নাজমী নওরোজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন যাতে তিনি অনুসন্ধান কাজে বাধা সৃষ্টি করতে না পারেন।দুদক সংশ্লিষ্ট দোষীদের বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।

এই ঘটনায় দুদকের তদন্ত ও আদালতের আদেশ ঋণ জালিয়াতির অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেয়।