ঢাকা , বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
দিনদুপুরে বিচারকের বাসায় টাকা-স্বর্নালংকার চুরি প্রধান উপদেষ্টার বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলা বাতিল নারায়ণগঞ্জের ফতুল্লায় জুটের গোডাউন ও ছাপাখানায় ভয়াবহ আগুন ছয় দফা দাবিতে আন্দোলন সাময়িক স্থগিত করল কারিগরি ছাত্র আন্দোলন এনআইডি সংশোধনে গতি আনতে ইসির নতুন ‘ক্র্যাশ প্রোগ্রাম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিশ্ব ব্যাংকের সাত সদস্যের প্রতিনিধি দল কুয়েটের রোকেয়া হলের তালা ভেঙে ঢুকলেন ছাত্রীরা, আন্দোলন চলছে অনড়ভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাঘাটা উপজেলা বিএনপি নেতা সেলিম আহম্মেদ তুলিপ অব্যাহতি শাহাব উদ্দিন হত্যাকাণ্ডে ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা

ঈদে আসছে নতুন নোট, বাদ যাবে না শেখ মুজিবের ছবি

ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ বাংলাদেশ ব্যাংক ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট বাজারে ছাড়বে। এই নোটগুলোতে, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে। এছাড়া, এসব নোটে পদত্যাগ করা গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর থাকবে। তবে ঈদুল আজহার সময় বাজারে ছাড়া নোটগুলোতে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না।

 

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বরাতে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের কাছে এখনও আগে ছাপানো বিপুল পরিমাণ নোট মজুদ রয়েছে। এসব নোট বাতিল করলে প্রচুর অর্থের অপচয় হবে। কেন্দ্রীয় ব্যাংক এই অপচয় এড়াতে চাইছে। তাই আগে ছাপানো নোটগুলোই ঈদুল ফিতর উপলক্ষে বাজারে ছাড়া হবে। তবে আগামী এপ্রিল-মে নাগাদ নতুন নোট বাজারে আসবে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের কাছে শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত প্রায় ২০ হাজার কোটি টাকার নতুন নোট মজুদ রয়েছে। এসব নোট ধাপে ধাপে বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বর্তমানে বাংলাদেশে ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার মোট ১০ ধরনের কাগুজে নোট প্রচলিত রয়েছে। এর মধ্যে ২ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত সব নোটেই শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। কিছু নোটের দুই পাশেই তার ছবি আছে। এছাড়া ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি রয়েছে। নতুন নোটের নকশার প্রস্তাব অনুযায়ী, শেখ হাসিনা সরকারের সময় ছাপানো নোটের ডিজাইন পরিবর্তন করা হবে এবং সেখানে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

নতুন নোটগুলোতে শেখ মুজিবুর রহমানের ছবির পরিবর্তে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য এবং জুলাই বিপ্লবের দৃশ্য বা গ্রাফিতি যুক্ত করা হবে বলে জানা গেছে।

জনপ্রিয়

দিনদুপুরে বিচারকের বাসায় টাকা-স্বর্নালংকার চুরি

ঈদে আসছে নতুন নোট, বাদ যাবে না শেখ মুজিবের ছবি

প্রকাশিত: ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ বাংলাদেশ ব্যাংক ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট বাজারে ছাড়বে। এই নোটগুলোতে, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে। এছাড়া, এসব নোটে পদত্যাগ করা গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর থাকবে। তবে ঈদুল আজহার সময় বাজারে ছাড়া নোটগুলোতে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না।

 

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বরাতে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের কাছে এখনও আগে ছাপানো বিপুল পরিমাণ নোট মজুদ রয়েছে। এসব নোট বাতিল করলে প্রচুর অর্থের অপচয় হবে। কেন্দ্রীয় ব্যাংক এই অপচয় এড়াতে চাইছে। তাই আগে ছাপানো নোটগুলোই ঈদুল ফিতর উপলক্ষে বাজারে ছাড়া হবে। তবে আগামী এপ্রিল-মে নাগাদ নতুন নোট বাজারে আসবে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের কাছে শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত প্রায় ২০ হাজার কোটি টাকার নতুন নোট মজুদ রয়েছে। এসব নোট ধাপে ধাপে বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বর্তমানে বাংলাদেশে ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার মোট ১০ ধরনের কাগুজে নোট প্রচলিত রয়েছে। এর মধ্যে ২ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত সব নোটেই শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। কিছু নোটের দুই পাশেই তার ছবি আছে। এছাড়া ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি রয়েছে। নতুন নোটের নকশার প্রস্তাব অনুযায়ী, শেখ হাসিনা সরকারের সময় ছাপানো নোটের ডিজাইন পরিবর্তন করা হবে এবং সেখানে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

নতুন নোটগুলোতে শেখ মুজিবুর রহমানের ছবির পরিবর্তে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য এবং জুলাই বিপ্লবের দৃশ্য বা গ্রাফিতি যুক্ত করা হবে বলে জানা গেছে।