সৌদি আরবে আগামী ১লা মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে বলে জানিয়েছেন দেশটির জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া।
তিনি জানান, জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে। যদি চাঁদ দেখা যায়, তবে ১ মার্চ থেকে রমজান শুরু হবে।
এছাড়া, শেখ আব্দুল্লাহ আরও জানান, এ বছরের রমজান মাসটি ২৯ দিনের হতে পারে, যার শেষদিন হবে ২৯ মার্চ। ফলে ঈদুল ফিতর ৩০ মার্চ পালিত হতে পারে। তবে রমজানের চাঁদ দেখা যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবে সৌদি সুপ্রিম কোর্ট।
তিনি আরও বলেন, ১৪৪৬ হিজরি সনের রমজান মাসের চাঁদের জন্ম ২৮ ফেব্রুয়ারি রাত ৩টা ৪৪ মিনিটে হবে। ওই দিন সন্ধ্যায় সুর্যাস্তের ৩২ মিনিট পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে, যা খালি চোখে দেখা সম্ভব হবে।
এ বছরের রমজান শীত মৌসুমের শেষের দিকে শুরু হবে এবং প্রথম দিনটি বসন্তে পড়বে, ফলে মধ্যপ্রাচ্যসহ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মিসর এবং কাতারের মুসলিমদের তুলনামূলক ঠান্ডা আবহাওয়ায় প্রায় ১৩ ঘণ্টা রোজা রাখতে হবে।
সূত্র: মিনিটমিরর