ঢাকা , সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ায় বিমানে আগুন, আহত ৪ যাত্রী

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী একটি বিমানের আগুনের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।

দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ–পূর্বের বুসান শহরের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকংয়ের উদ্দেশে উড্ডয়নের অপেক্ষায় থাকা এয়ার বুসানের একটি বিমানে আগুন ধরে যায়।  মঙ্গলবার(২৮ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।  আগুন লাগার প্রায় ৮ মিনিট পর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন।

বিমনাটির ১৭৬ আরোহীর মধ্যে ১৬৯ জন যাত্রী ও ৭ জন কেবিন ক্রু ছিলেন। বুসান ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, বিমানের সবাইকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে। তবে চারজন সামান্য আহত হয়েছেন।

এর আগে গত ২৯ ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ১৮১ যাত্রী নিয়ে ছেড়ে আসা জেজু এয়ারে দুর্ঘটনা ঘটে। জেজু এয়ারের ওই ফ্লাইটে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে এটি। এতে ওই বিমানের ১৭৯ যাত্রীর প্রাণহানি হয়।

জনপ্রিয়

দক্ষিণ কোরিয়ায় বিমানে আগুন, আহত ৪ যাত্রী

প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী একটি বিমানের আগুনের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।

দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ–পূর্বের বুসান শহরের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকংয়ের উদ্দেশে উড্ডয়নের অপেক্ষায় থাকা এয়ার বুসানের একটি বিমানে আগুন ধরে যায়।  মঙ্গলবার(২৮ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।  আগুন লাগার প্রায় ৮ মিনিট পর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন।

বিমনাটির ১৭৬ আরোহীর মধ্যে ১৬৯ জন যাত্রী ও ৭ জন কেবিন ক্রু ছিলেন। বুসান ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, বিমানের সবাইকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে। তবে চারজন সামান্য আহত হয়েছেন।

এর আগে গত ২৯ ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ১৮১ যাত্রী নিয়ে ছেড়ে আসা জেজু এয়ারে দুর্ঘটনা ঘটে। জেজু এয়ারের ওই ফ্লাইটে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে এটি। এতে ওই বিমানের ১৭৯ যাত্রীর প্রাণহানি হয়।