ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

সেনাবাহিনী থেকে আমান আযমীর বরখাস্তের আদেশ প্রত্যাহার

বাংলাদেশ সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমীর বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

পোস্টে উল্লেখ করা হয়, ২৪ ডিসেম্বর ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমীর বরখাস্তের আদেশ বাতিল করে তাকে ২০০৯ সালের ২৪ জুন থেকে ‘অকালীন (বাধ্যতামূলক) অবসর’ প্রদান করা হয়েছে। সেই সঙ্গে, ২০০৯ সালের ২৪ জুন থেকে ব্রিগেডিয়ার জেনারেল আযমীকে সকল আর্থিক সুবিধাসহ অবসর প্রদান করা হয়েছে। একই সময়ে, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা ওই অফিসারের বরখাস্তের প্রজ্ঞাপনও বাতিল করা হয়েছে।

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী সেনাবাহিনীতে মেধাবী ও চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। তিনি তার কর্মজীবনে বিভিন্ন পদক ও পুরস্কারে ভূষিত হন। তবে, ২০১৬ সালের ২৩ আগস্ট তিনি নিখোঁজ হন, এবং চলতি বছরের ৫ আগস্ট সরকার পতনের পর তার সন্ধান মেলে। নিখোঁজের পর তিনি সংবাদ সম্মেলনে নিজের বরখাস্তের আদেশ প্রত্যাহারের জন্য আইনি লড়াই চালানোর কথা ঘোষণা করেছিলেন।

এখন, সেনাবাহিনী থেকে তার বরখাস্তের আদেশ প্রত্যাহারের মাধ্যমে, তার বিরুদ্ধে আগে প্রযোজ্য সিদ্ধান্ত বাতিল করা হয়েছে এবং তিনি তার পেশাগত জীবন পুনরায় চালিয়ে নিতে পারবেন।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

সেনাবাহিনী থেকে আমান আযমীর বরখাস্তের আদেশ প্রত্যাহার

প্রকাশিত: ০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমীর বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

পোস্টে উল্লেখ করা হয়, ২৪ ডিসেম্বর ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমীর বরখাস্তের আদেশ বাতিল করে তাকে ২০০৯ সালের ২৪ জুন থেকে ‘অকালীন (বাধ্যতামূলক) অবসর’ প্রদান করা হয়েছে। সেই সঙ্গে, ২০০৯ সালের ২৪ জুন থেকে ব্রিগেডিয়ার জেনারেল আযমীকে সকল আর্থিক সুবিধাসহ অবসর প্রদান করা হয়েছে। একই সময়ে, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা ওই অফিসারের বরখাস্তের প্রজ্ঞাপনও বাতিল করা হয়েছে।

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী সেনাবাহিনীতে মেধাবী ও চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। তিনি তার কর্মজীবনে বিভিন্ন পদক ও পুরস্কারে ভূষিত হন। তবে, ২০১৬ সালের ২৩ আগস্ট তিনি নিখোঁজ হন, এবং চলতি বছরের ৫ আগস্ট সরকার পতনের পর তার সন্ধান মেলে। নিখোঁজের পর তিনি সংবাদ সম্মেলনে নিজের বরখাস্তের আদেশ প্রত্যাহারের জন্য আইনি লড়াই চালানোর কথা ঘোষণা করেছিলেন।

এখন, সেনাবাহিনী থেকে তার বরখাস্তের আদেশ প্রত্যাহারের মাধ্যমে, তার বিরুদ্ধে আগে প্রযোজ্য সিদ্ধান্ত বাতিল করা হয়েছে এবং তিনি তার পেশাগত জীবন পুনরায় চালিয়ে নিতে পারবেন।