ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
কুরআনী আইনকে কটাক্ষ করে দেয়া নারী অধিকার সংস্কারের প্রস্তাবনা কমিটিসহ বাতিল এবং আরোও বেশ কিছু দাবী নিয়ে আগামী ৩ মে হেফাজতের মহাসমাবেশের ডাক হিন্দুত্ববাদী স্লোগান না দেওয়ায় মুসলিম কিশোরকে মারধর বিতর্কিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভারতের হায়দারাবাদ ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে হাজারো জনতার বিক্ষোভ পতিতাদের শ্রমিক হিসেবে স্বীকৃতির সুপারিশ করল অন্তবর্তী সরকারের নারী বিষয়ক সংস্কার কমিশন কাশ্মীরে আরও দুই যুবকের সম্পদ জব্দ করলো ভারতীয় পুলিশ চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদলকর্মী, অবস্থা আশংকাজনক ছাত্রলীগের সাবেক নেতা ডা. সুমিত সাহা গ্রেফতার রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪৪ পুলিশ সদস্য নিহতের তালিকা প্রকাশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সারা দেশে সংঘটিত সহিংসতায় পুলিশের ৪৪ জন সদস্য প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

এই নিহতদের মধ্যে অধিকাংশের মৃত্যু হয় ৪ ও ৫ আগস্টে, যা ছিল সহিংসতার চূড়ান্ত পর্যায়। কনস্টেবল, উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শকসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা আহত হয়ে মৃত্যুবরণ করেন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আজ শুক্রবার তাঁদের নামের তালিকা প্রকাশ করা হয়।

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, পুলিশ বিভাগ সতর্কতার সঙ্গে সহিংসতা বা আন্দোলনের সময় আহত বা নিহত পুলিশ সদস্যদের তালিকা সংরক্ষণ করে। কেউ যদি দাবি করেন যে এই তালিকার বাইরেও কোনো পুলিশ সদস্যের মৃত্যু ঘটেছে, তবে এ বিষয়ে যথাযথ প্রমাণ সরবরাহের জন্য অনুরোধ জানানো হচ্ছে।

আগে পুলিশ সদর দপ্তর থেকে ৪৪ জন পুলিশ সদস্য নিহতের তথ্য জানানো হলেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আজ প্রকাশিত তালিকায় নিহতদের নাম, পদবী, মৃত্যুর তারিখ, কর্মস্থল এবং ঘটনাস্থলসহ পূর্ণাঙ্গ তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ৩ জন পুলিশ পরিদর্শক, ১১ জন উপপরিদর্শক (এসআই), ৭ জন সহকারী উপপরিদর্শক (এএসআই), ১ জন এটিএসআই, ১ জন নায়েক এবং ২১ জন কনস্টেবল, যাঁরা বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন।

নিহত পুলিশ সদস্যদের তালিকায় একজন টিএসআই আলী হোসেন চৌধুরী ও একজন নায়েক মো. গিয়াস উদ্দিনসহ ২১ জন কনস্টেবল অন্তর্ভুক্ত আছেন।নিহত ২১ পুলিশ কনস্টেবল হলেন মো. আবদুল মজিদ, রেজাউল করিম, মাহফুজুর রহমান, শাহিদুল আলম, মো. আবু হাসনাত রনি, মীর মোনতাজ আলী, সুমন কুমার ঘরামী, মোহাম্মদ আবদুল মালেক, মোহাম্মদ ইব্রাহিম, মো. আবদুস সালেক, মো. হাফিজুল ইসলাম, মো. রবিউল আলীম শাহ, মো. হুমায়ুন কবীর, মো. আরিফুল আযম, মো. রিয়াজুল ইসলাম, মো. শাহিন উদ্দিন, মো. এরশাদ আলী, মাইনুদ্দিন লিটন, মো. সুজন মিয়া, মো. খলিলুর রহমান ও মো. হানিফ আলী।

তালিকা বিশ্লেষণে জানা গেছে, নিহত পুলিশ সদস্যদের মধ্যে ঢাকার ডিএমপিতে ১৪ জন, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৫ জন, এবং অন্যান্য বিভাগে বাকি সদস্যরা কর্মরত ছিলেন। সোনাইমুড়ী, তিতাস, কচুয়া, বানিয়াচং, ঢাকার এসবি, নারায়ণগঞ্জ পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, কুমিল্লা হাইওয়ে, কসবা, খুলনা, গাজীপুর, এবং ঢাকা জেলার থানাগুলোর সদস্যও এতে অন্তর্ভুক্ত। সহিংসতার মধ্যে ২৫ জন থানার ভেতরে বা সামনের অবস্থানে মৃত্যুবরণ করেন।

শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার দিন, সহিংসতায় প্রাণ হারিয়েছেন সর্বোচ্চ ২৪ জন পুলিশ সদস্য। এর আগের দিন, ৪ আগস্ট, সংঘর্ষে নিহত হয়েছেন আরও ১৪ জন। পুলিশের সদর দপ্তরের প্রকাশিত তালিকা অনুযায়ী, বেশির ভাগ মৃত্যুই ঘটেছে পুলিশের দায়িত্ব পালনকালে সহিংসতার মুখোমুখি হওয়ার সময়।

জনপ্রিয়

কুরআনী আইনকে কটাক্ষ করে দেয়া নারী অধিকার সংস্কারের প্রস্তাবনা কমিটিসহ বাতিল এবং আরোও বেশ কিছু দাবী নিয়ে আগামী ৩ মে হেফাজতের মহাসমাবেশের ডাক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪৪ পুলিশ সদস্য নিহতের তালিকা প্রকাশ

প্রকাশিত: ০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সারা দেশে সংঘটিত সহিংসতায় পুলিশের ৪৪ জন সদস্য প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

এই নিহতদের মধ্যে অধিকাংশের মৃত্যু হয় ৪ ও ৫ আগস্টে, যা ছিল সহিংসতার চূড়ান্ত পর্যায়। কনস্টেবল, উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শকসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা আহত হয়ে মৃত্যুবরণ করেন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আজ শুক্রবার তাঁদের নামের তালিকা প্রকাশ করা হয়।

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, পুলিশ বিভাগ সতর্কতার সঙ্গে সহিংসতা বা আন্দোলনের সময় আহত বা নিহত পুলিশ সদস্যদের তালিকা সংরক্ষণ করে। কেউ যদি দাবি করেন যে এই তালিকার বাইরেও কোনো পুলিশ সদস্যের মৃত্যু ঘটেছে, তবে এ বিষয়ে যথাযথ প্রমাণ সরবরাহের জন্য অনুরোধ জানানো হচ্ছে।

আগে পুলিশ সদর দপ্তর থেকে ৪৪ জন পুলিশ সদস্য নিহতের তথ্য জানানো হলেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আজ প্রকাশিত তালিকায় নিহতদের নাম, পদবী, মৃত্যুর তারিখ, কর্মস্থল এবং ঘটনাস্থলসহ পূর্ণাঙ্গ তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ৩ জন পুলিশ পরিদর্শক, ১১ জন উপপরিদর্শক (এসআই), ৭ জন সহকারী উপপরিদর্শক (এএসআই), ১ জন এটিএসআই, ১ জন নায়েক এবং ২১ জন কনস্টেবল, যাঁরা বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন।

নিহত পুলিশ সদস্যদের তালিকায় একজন টিএসআই আলী হোসেন চৌধুরী ও একজন নায়েক মো. গিয়াস উদ্দিনসহ ২১ জন কনস্টেবল অন্তর্ভুক্ত আছেন।নিহত ২১ পুলিশ কনস্টেবল হলেন মো. আবদুল মজিদ, রেজাউল করিম, মাহফুজুর রহমান, শাহিদুল আলম, মো. আবু হাসনাত রনি, মীর মোনতাজ আলী, সুমন কুমার ঘরামী, মোহাম্মদ আবদুল মালেক, মোহাম্মদ ইব্রাহিম, মো. আবদুস সালেক, মো. হাফিজুল ইসলাম, মো. রবিউল আলীম শাহ, মো. হুমায়ুন কবীর, মো. আরিফুল আযম, মো. রিয়াজুল ইসলাম, মো. শাহিন উদ্দিন, মো. এরশাদ আলী, মাইনুদ্দিন লিটন, মো. সুজন মিয়া, মো. খলিলুর রহমান ও মো. হানিফ আলী।

তালিকা বিশ্লেষণে জানা গেছে, নিহত পুলিশ সদস্যদের মধ্যে ঢাকার ডিএমপিতে ১৪ জন, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৫ জন, এবং অন্যান্য বিভাগে বাকি সদস্যরা কর্মরত ছিলেন। সোনাইমুড়ী, তিতাস, কচুয়া, বানিয়াচং, ঢাকার এসবি, নারায়ণগঞ্জ পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, কুমিল্লা হাইওয়ে, কসবা, খুলনা, গাজীপুর, এবং ঢাকা জেলার থানাগুলোর সদস্যও এতে অন্তর্ভুক্ত। সহিংসতার মধ্যে ২৫ জন থানার ভেতরে বা সামনের অবস্থানে মৃত্যুবরণ করেন।

শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার দিন, সহিংসতায় প্রাণ হারিয়েছেন সর্বোচ্চ ২৪ জন পুলিশ সদস্য। এর আগের দিন, ৪ আগস্ট, সংঘর্ষে নিহত হয়েছেন আরও ১৪ জন। পুলিশের সদর দপ্তরের প্রকাশিত তালিকা অনুযায়ী, বেশির ভাগ মৃত্যুই ঘটেছে পুলিশের দায়িত্ব পালনকালে সহিংসতার মুখোমুখি হওয়ার সময়।