কিশোরগঞ্জে শহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা শহরের আখড়াবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে
এ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও পরিচালক ময়মনসিংহ অঞ্চল বিশেষ অতিথি ছিলেন- ড. অধ্যক্ষ সামিউল হক ফারুকী।
সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মো. রমজান আলী । এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জেলা ও উপজেলা শাখার সাংগঠনিক পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা।