কাশ্মীরের পহেলগাম হামলার পর তৈরি হওয়া উত্তেজনার মধ্যেই পাকিস্তান-ভিত্তিক হ্যাকাররা ভারতীয় প্রতিরক্ষা সংস্থাগুলোর ওয়েবসাইটে সাইবার হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
প্রতিরক্ষা সূত্রকে উদ্ধৃত করে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলার ফলে লগইন তথ্যসহ প্রতিরক্ষা কর্মীদের সংবেদনশীল তথ্য ঝুঁকিতে পড়তে পারে।
‘পাকিস্তান সাইবার ফোর্স’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে, হ্যাকাররা ভারতের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এবং মনোহর পারিকর ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের তথ্য সিস্টেমে প্রবেশ করেছে।
এছাড়া, আর্মার্ড ভেহিকেল নিগম লিমিটেডের ওয়েবসাইট হ্যাক করার চেষ্টাও চালানো হয়েছে বলে জানায় সূত্র। সম্ভাব্য ক্ষতি মূল্যায়নে এই ওয়েবসাইটটি এখন পুঙ্খানুপুঙ্খ নিরীক্ষার জন্য অফলাইনে রাখা হয়েছে।
আরও অনুপ্রবেশ ঠেকাতে সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলেও জানানো হয়েছে।