বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর আহসান ও তার স্ত্রী নার্গিস খানমের বিদেশ গমন নিষিদ্ধ করেছেন আদালত।
সোমবার (৫ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক আনিসুর রহমান একটি আবেদন দাখিল করে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চান।
আবেদনে উল্লেখ করা হয়, মঞ্জুর আহসান ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধানের সময় তারা দেশত্যাগ করে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারেন এমন আশঙ্কা থেকে এ আদেশ চাওয়া হয়।
আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।