গত ২৩ এপ্রিল কাশ্মীরে হামলায় নিহত কলকাতার বাসিন্দা বিতান অধিকারীর মরদেহ সন্ধ্যায় কলকাতায় পৌঁছালে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেখানে উপস্থিত সবার সামনে এমন উগ্র বক্তব্য দেয় শুভেন্দু।
শুভেন্দু বলেছে, ‘ছেলের চোখের সামনেই ওর বাবাকে গুলি করে মারা হয়েছে। হিন্দু বলেই ওকে খুন করা হয়েছে। হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে! গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব। মুদির শিষ্য আছি, মুদির বাচ্ছা আমরা।’
সে আরও বলেছে, এখানে রাজ্যের মন্ত্রীরা এসে মমতার নির্দেশে নাটক করছিল। সমীর গুহর স্ত্রী সবার সামনেই বললেন, তিনি মোদির লোক বলেই তাকে গুলি করে মারা হয়েছে।’