খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে প্রতিবাদের নতুন রূপ দিয়েছে শিক্ষার্থীরা। শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৬টায় তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে ভিসির প্রতীকী চেয়ারে আগুন দেন।
বিক্ষোভ মিছিলটি স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে দুর্বার বাংলা পাদদেশে এসে শেষ হয়। এরপর সেখানে শিক্ষার্থীরা ভিসির প্রতীকী চেয়ারে আগুন লাগান এবং এক দফা দাবিতে স্লোগান দিতে থাকেন।
সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীরা দ্রুত উপাচার্যের পদত্যাগ, নতুন ভিসি নিয়োগ এবং পূর্বের ঘটনার সঠিক তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এর আগে ১৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভায় ১৮ ফেব্রুয়ারির সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। একই সঙ্গে ৪ মে একাডেমিক কার্যক্রম ও ২ মে হল খোলার সিদ্ধান্ত জানানো হয়।
তবে শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ১৫ এপ্রিল দুপুরে ছয়টি হলের তালা ভেঙে প্রবেশ করেন। আন্দোলনকারীরা উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ এনে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন।