বাগেরহাট জেলার পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত ব্যারিস্টার এম সারোয়ার হোসেনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ব্যারিস্টার সারোয়ার গত ১৬ এপ্রিল পুলিশের এসপি তৌহিদুল আরিফের বিরুদ্ধে প্রায় ১০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনেন। তিনি খাতভিত্তিক দুর্নীতির বিস্তারিত উল্লেখ করেন এবং দাবি করেন, পুলিশের মহাপরিদর্শক এসব বিষয়ে কোনো ব্যবস্থা নেন না।
এ ব্যাপারে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন জানায়, পুলিশ বাহিনীতে কোনো কর্মকর্তা অপরাধের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ অনুসন্ধান ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। সাম্প্রতিক সময়েও কয়েকজন এসপিসহ বেশ কিছু কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তারা আরও বলে, কোনো ধরনের প্রমাণ ছাড়াই গণমাধ্যমে এমন বক্তব্য প্রদান ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মানহানির শামিল। একজন প্রথিতযশা আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তার কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য আশানুরূপ নয়।
বিবৃতিতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন স্পষ্ট করে জানায়, এমন বক্তব্য পুলিশ সদস্যদের মনোবল দুর্বল করে এবং বাহিনীর সুনাম ক্ষুণ্ন করে। তাই এ ধরনের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।