ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় ২৬ জনের বিরুদ্ধে প্রমাণ মিলেছে, চারজন কারাগারে

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

বুধবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ তথ্য উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।
সকালে মামলার চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। অভিযুক্ত চারজন হলেন—সাবেক এএসআই মো. আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা মো. শফিকুল ইসলাম এবং মো. ইমরান হোসেন।

 

প্রসিকিউশন জানায়, মামলার তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে এবং তদন্ত সম্পন্ন করতে তদন্ত সংস্থাকে আরও দুই মাস সময় দেওয়া হয়েছে। এর আগে, গত ২ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই চারজনকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন।

 

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে বিক্ষোভ চলাকালে পুলিশ নিরস্ত্র শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে। পরে সহপাঠীরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী আন্দোলন আরও বেগবান হয়।

 

উল্লেখ্য, আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় ২৬ জনের বিরুদ্ধে প্রমাণ মিলেছে, চারজন কারাগারে

প্রকাশিত: ০২:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

বুধবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ তথ্য উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।
সকালে মামলার চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। অভিযুক্ত চারজন হলেন—সাবেক এএসআই মো. আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা মো. শফিকুল ইসলাম এবং মো. ইমরান হোসেন।

 

প্রসিকিউশন জানায়, মামলার তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে এবং তদন্ত সম্পন্ন করতে তদন্ত সংস্থাকে আরও দুই মাস সময় দেওয়া হয়েছে। এর আগে, গত ২ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই চারজনকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন।

 

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে বিক্ষোভ চলাকালে পুলিশ নিরস্ত্র শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে। পরে সহপাঠীরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী আন্দোলন আরও বেগবান হয়।

 

উল্লেখ্য, আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।