চলতি বছরের হজ মৌসুমকে সামনে রেখে সারাদেশে হজযাত্রীদের জন্য নির্ধারিত ৮০টি টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। শুক্রবার (১৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিরাপদে, সুস্থ্য থেকে যাতে হজযাত্রীগণ ইবাদত সম্পন্ন করতে পারেন, এজন্যই স্বাস্থ্য বিষয়ক নানা পদক্ষেপ নেওয়া হয়ে থাকে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোন তারিখে কোন হজযাত্রী টিকা গ্রহণ করবেন, তা সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রমাণ হিসেবে হজ পোর্টাল থেকে ই-হেলথ প্রোফাইল প্রিন্ট করে সঙ্গে আনতে হবে, টিকা নিতে আসার সময়।
ডেস্ক রিপোর্ট