ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি চাঁদপুরে পুকুর খননের সময় মিলল পুরনো থ্রি নট থ্রি রাইফেল ইউএস-বাংলা এয়ারলাইন্সে আইন উপদেষ্টা পদে নিয়োগ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত, অভিযুক্ত একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে বাড়ছে বিদেশি পর্যটকদের ভিড় ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও

মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সোমবার

আইনশৃঙ্খলা নিয়ে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৭ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার রোববার (১৬ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, বৈঠকে মাঠপর্যায়ের ১২৮ জন পুলিশ কর্মকর্তা উপস্থিত থাকবেন। পুলিশ সুপার (এসপি) পদমর্যাদা ও বিভাগীয় পুলিশ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সভায় সূচনা বক্তব্য দেবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

মাঠপর্যায়ে কর্মরত পুলিশ কর্মকর্তাদের প্রধান উপদেষ্টা ডেকেছেন উল্লেখ করে আজাদ মজুমদার বলেন, পুলিশ সুপার, তার ওপরের পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক হবে। বিভিন্ন মহানগর কমিশনার, রেঞ্জ ডিআইজি, ক্রাইম টিমের সদস্যসহ ১২৭ জন শীর্ষ পুলিশ অফিসার সেই বৈঠকে যোগ দেবেন। পুলিশের আইজিপি সেখানে স্বাগত বক্তব্য রাখবেন।

আজাদ মজুমদার বলেন, ৫ আগস্টের পর পুলিশের পক্ষ থেকে নেওয়ার বিভিন্ন উদ্যোগের কথা প্রধান উপদেষ্টাকে জানাবেন। একই সঙ্গে পুলিশের মোরাল অ্যাকটিভিটিজ ফিরিয়ে আনার জন্য কী কী উদ্যোগ নেওয়া হয়েছে তাও অবহিত করবেন।

সভায় বিভিন্ন সময় ঘটে যাওয়া অপরাধ এবং প্রকৃত তথ্য নিয়ে আইজিপি কথা বলবেন উল্লেখ করে আজাদ মজুমদার বলেন, মাঠপর্য়ায়ের ৬ জন শীর্ষ কর্মকর্তা ফোকাল পয়েন্টে সেখানে কথা বলবেন। তাঁরা নিজদের সমস্যা, চ্যালেঞ্জ, ট্র্যাকিং বেইজ পুলিশিং, শিল্প পুলিশসহ নানাবিধি বিষয়ে আলোচনা হবে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পুলিশকে কিছু নির্দেশনা দেওয়া হবে। এটি বিশেষ সভা। এর আগে কখনও এ ধরনের সভা হয়নি।

প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব বলেন, পুলিশ সপ্তাহ যেটি হয় সেখানে সরকার প্রধান পুলিশকে উদ্দেশ্য  করে কিছু দিক নির্দেশনা দেন। এবার পুলিশ সপ্তাহ হবে ২৯ এপ্রিল। এবার সেখানে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখবেন এবং দিকনির্দেশনা দেবেন। তার আগে আগামীকালের সভায় পুলিশকে বিশেষ দিকনির্দেশনা দেওয়ার জন্য ডাকা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারি প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

জনপ্রিয়

ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ

মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সোমবার

প্রকাশিত: ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

আইনশৃঙ্খলা নিয়ে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৭ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার রোববার (১৬ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, বৈঠকে মাঠপর্যায়ের ১২৮ জন পুলিশ কর্মকর্তা উপস্থিত থাকবেন। পুলিশ সুপার (এসপি) পদমর্যাদা ও বিভাগীয় পুলিশ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সভায় সূচনা বক্তব্য দেবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

মাঠপর্যায়ে কর্মরত পুলিশ কর্মকর্তাদের প্রধান উপদেষ্টা ডেকেছেন উল্লেখ করে আজাদ মজুমদার বলেন, পুলিশ সুপার, তার ওপরের পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক হবে। বিভিন্ন মহানগর কমিশনার, রেঞ্জ ডিআইজি, ক্রাইম টিমের সদস্যসহ ১২৭ জন শীর্ষ পুলিশ অফিসার সেই বৈঠকে যোগ দেবেন। পুলিশের আইজিপি সেখানে স্বাগত বক্তব্য রাখবেন।

আজাদ মজুমদার বলেন, ৫ আগস্টের পর পুলিশের পক্ষ থেকে নেওয়ার বিভিন্ন উদ্যোগের কথা প্রধান উপদেষ্টাকে জানাবেন। একই সঙ্গে পুলিশের মোরাল অ্যাকটিভিটিজ ফিরিয়ে আনার জন্য কী কী উদ্যোগ নেওয়া হয়েছে তাও অবহিত করবেন।

সভায় বিভিন্ন সময় ঘটে যাওয়া অপরাধ এবং প্রকৃত তথ্য নিয়ে আইজিপি কথা বলবেন উল্লেখ করে আজাদ মজুমদার বলেন, মাঠপর্য়ায়ের ৬ জন শীর্ষ কর্মকর্তা ফোকাল পয়েন্টে সেখানে কথা বলবেন। তাঁরা নিজদের সমস্যা, চ্যালেঞ্জ, ট্র্যাকিং বেইজ পুলিশিং, শিল্প পুলিশসহ নানাবিধি বিষয়ে আলোচনা হবে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পুলিশকে কিছু নির্দেশনা দেওয়া হবে। এটি বিশেষ সভা। এর আগে কখনও এ ধরনের সভা হয়নি।

প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব বলেন, পুলিশ সপ্তাহ যেটি হয় সেখানে সরকার প্রধান পুলিশকে উদ্দেশ্য  করে কিছু দিক নির্দেশনা দেন। এবার পুলিশ সপ্তাহ হবে ২৯ এপ্রিল। এবার সেখানে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখবেন এবং দিকনির্দেশনা দেবেন। তার আগে আগামীকালের সভায় পুলিশকে বিশেষ দিকনির্দেশনা দেওয়ার জন্য ডাকা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারি প্রেস সচিব ফয়েজ আহম্মদ।