ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

মীরসরাইয়ে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবককে গণপিটুনি

মীরসরাই উপজেলা সদরে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে কবির আহম্মদ (২৮) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। গতকাল শনিবার সকালে মীরসরাই পৌর সদরের কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত কবির আহম্মদ দীর্ঘদিন ধরে দুই স্কুলছাত্রী ও তাদের সহপাঠীদের প্রাইভেট পড়তে যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল। দিনের পর দিন এমন ঘটনার শিকার হয়ে ছাত্রীরা বিষয়টি তাদের অভিভাবকদের জানান। শনিবার সকালে প্রতিদিনের মতো প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হলে ওই যুবক ফের তাদের পিছু নেয় এবং উত্ত্যক্ত করতে থাকে। এ সময় এক ছাত্রীর বাবা বিষয়টি লক্ষ্য করে স্থানীয়দের সহায়তায় কবিরকে হাতেনাতে ধরে ফেলেন। মুহূর্তেই আশপাশের মানুষ জড়ো হয়ে তাকে গণপিটুনি দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুর মোহাম্মদ বলেন, কবির আহম্মদ নামে এক যুবক গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালে এসেছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ইভ টিজিং এর দায়ে এক যুবককে গণপিটুনির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ছাত্রীর পরিবার ও স্থানীয়রা বিষয়টি নিজেরাই সমাধান করবে বলে ইভ টিজারকে হাসপাতালে পাঠিয়েছে।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

মীরসরাইয়ে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবককে গণপিটুনি

প্রকাশিত: ০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

মীরসরাই উপজেলা সদরে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে কবির আহম্মদ (২৮) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। গতকাল শনিবার সকালে মীরসরাই পৌর সদরের কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত কবির আহম্মদ দীর্ঘদিন ধরে দুই স্কুলছাত্রী ও তাদের সহপাঠীদের প্রাইভেট পড়তে যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল। দিনের পর দিন এমন ঘটনার শিকার হয়ে ছাত্রীরা বিষয়টি তাদের অভিভাবকদের জানান। শনিবার সকালে প্রতিদিনের মতো প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হলে ওই যুবক ফের তাদের পিছু নেয় এবং উত্ত্যক্ত করতে থাকে। এ সময় এক ছাত্রীর বাবা বিষয়টি লক্ষ্য করে স্থানীয়দের সহায়তায় কবিরকে হাতেনাতে ধরে ফেলেন। মুহূর্তেই আশপাশের মানুষ জড়ো হয়ে তাকে গণপিটুনি দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুর মোহাম্মদ বলেন, কবির আহম্মদ নামে এক যুবক গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালে এসেছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ইভ টিজিং এর দায়ে এক যুবককে গণপিটুনির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ছাত্রীর পরিবার ও স্থানীয়রা বিষয়টি নিজেরাই সমাধান করবে বলে ইভ টিজারকে হাসপাতালে পাঠিয়েছে।