প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। প্রধান উপদেষ্টা ২৬ মার্চ চীন সফরে যাবেন এবং ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া, চীনের বড় বড় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সঙ্গেও বৈঠক করবেন তিনি। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে রোববার (১৬ মার্চ) এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করবেন। চীনের বড় বড় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সঙ্গে বৈঠক করে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা করা হবে। বাংলাদেশের স্বাস্থ্য খাতের মান উন্নয়নে চীনের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে হাসপাতাল তৈরির বিষয়ে আলোচনা হবে। চীন বাংলাদেশে একটি জেনারেল হাসপাতাল করে দেবে বলেছে, তবে প্রধান উপদেষ্টা চাচ্ছেন যৌথ উদ্যোগে হাসপাতাল তৈরি হোক। প্রধান উপদেষ্টা চীনের হাইটেক পার্ক পরিদর্শন করবেন।পিকিং ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “গত ৫ আগস্টের পর চীনের প্রতিষ্ঠানগুলো খুব ভালোভাবে ব্যবসা করছে। আমরা চাই তাদের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করবে।” তিনি আরও যোগ করেন, প্রধান উপদেষ্টা বাংলাদেশের উৎপাদন খাতে (ম্যানুফ্যাকচারিং) বিপ্লব ঘটাতে চান।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা আগামীকাল সারা দেশের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এ বৈঠকে তিনি আইনশৃঙ্খলাবিষয়ক নির্দেশনা দেবেন এবং পুলিশ কর্মকর্তাদের কথা শুনবেন।
প্রধান উপদেষ্টার এই সফর বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও অর্থবহ করে তুলবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বিনিয়োগ, স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ককে নতুন মাত্রা দেওয়ার লক্ষ্য রয়েছে।