জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন এবং তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আরাকান আর্মির সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি।
গতকাল (১৪ মার্চ) ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন। গুতেরেস আরও বলেন, “মিয়ানমারে চলমান সংঘাত বন্ধ করা এবং সেখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও প্রতিবেশী দেশগুলোর সমন্বিত চাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি বলেন, “এটি শুধু বাংলাদেশের জন্য নয়, বরং সমগ্র আন্তর্জাতিক মহল এবং মিয়ানমারের প্রতিবেশী দেশগুলোর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি টেকসই সমাধানের দিকে এগিয়ে যাওয়ার বিষয়। প্রথমত, সহিংসতা বন্ধ করতে হবে এবং এমন ব্যবস্থা নিতে হবে, যা মিয়ানমারে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে। এ ধরনের ব্যবস্থা রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনকেও সহজ করবে।”
এছাড়া, গুতেরেস মিয়ানমারের ভেতরে মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করার গুরুত্বও তুলে ধরেন, যাতে রোহিঙ্গাদের ফেরার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা যায়।
তিনি বলেন, “বাংলাদেশ থেকে মিয়ানমারের জন্য একটি মানবিক সহায়তা চ্যানেল তৈরির সম্ভাবনা রয়েছে। তবে এটি বাস্তবায়নের জন্য যথাযথ অনুমোদন ও সহযোগিতা প্রয়োজন।”
গুতেরেসের এই বক্তব্য রোহিঙ্গাদের সংকট সমাধানের প্রতি জাতিসংঘের আগ্রহ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার দিকে ইঙ্গিত দেয়।