ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

বেসরকারি স্কুলেও অভ্যুত্থানে হতাহতের স্বজনদের জন্য আসন সংরক্ষণের আদেশ

মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারির মতো বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়েও আসন সংরক্ষণের আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের বেসরকারি স্কুলের ভর্তিতে লটারির জন্য নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত প্রতি শ্রেণিতে একজনের ভর্তির জন্য আসন সংরক্ষিত থাকবে। তবে জারি করা এ আদেশ কেবলমাত্র ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে।

গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ আদেশ জারি করে।

নতুন আদেশে বলা হয়, ২০২৪ খ্রিষ্টাব্দের জুলাই-আগস্ট মাসে গণ-অভ্যুত্থানের ফলে অনেক ছাত্র-জনতা আহত ও শহীদ হন। তাদের পরিবারের সদস্যদের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির বিষয়ে গত ২০ ফেব্রুয়ারি জারিকৃত আদেশ বাতিল করে নতুন আদেশ জারি করা হলো।

জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ আহত-শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র-গ্যাজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যুকৃত জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ শহীদদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ এ আহত-শহীদ পরিবারের সদস্যদের পাওয়া না গেলে মেধা তালিকা থেকে সেই আসনে ভর্তি করতে হবে। কোনো অবস্থায় আসন শূন্য রাখা যাবে না।

এর আগে এক প্রজ্ঞাপনে বেসরকারি স্কুলে ভর্তিতে জুলাই অভ্যুত্থানে নিহত-আহতদের সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষণের নির্দেশ দেয়া হয়। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। ছাত্র অধিকার পরিষদ এই সিদ্ধান্তকে জুলাই অভ্যুত্থানের চেতনা বিরোধী বলে আখ্যা দেয়।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

বেসরকারি স্কুলেও অভ্যুত্থানে হতাহতের স্বজনদের জন্য আসন সংরক্ষণের আদেশ

প্রকাশিত: ০১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারির মতো বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়েও আসন সংরক্ষণের আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের বেসরকারি স্কুলের ভর্তিতে লটারির জন্য নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত প্রতি শ্রেণিতে একজনের ভর্তির জন্য আসন সংরক্ষিত থাকবে। তবে জারি করা এ আদেশ কেবলমাত্র ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে।

গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ আদেশ জারি করে।

নতুন আদেশে বলা হয়, ২০২৪ খ্রিষ্টাব্দের জুলাই-আগস্ট মাসে গণ-অভ্যুত্থানের ফলে অনেক ছাত্র-জনতা আহত ও শহীদ হন। তাদের পরিবারের সদস্যদের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির বিষয়ে গত ২০ ফেব্রুয়ারি জারিকৃত আদেশ বাতিল করে নতুন আদেশ জারি করা হলো।

জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ আহত-শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র-গ্যাজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যুকৃত জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ শহীদদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ এ আহত-শহীদ পরিবারের সদস্যদের পাওয়া না গেলে মেধা তালিকা থেকে সেই আসনে ভর্তি করতে হবে। কোনো অবস্থায় আসন শূন্য রাখা যাবে না।

এর আগে এক প্রজ্ঞাপনে বেসরকারি স্কুলে ভর্তিতে জুলাই অভ্যুত্থানে নিহত-আহতদের সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষণের নির্দেশ দেয়া হয়। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। ছাত্র অধিকার পরিষদ এই সিদ্ধান্তকে জুলাই অভ্যুত্থানের চেতনা বিরোধী বলে আখ্যা দেয়।