ঢাকা , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত কারাগারে নববর্ষ, তবু হাস্যোজ্জ্বল শাজাহান খান বললেন: ‘বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি’ দেশ-বিদেশে এস আলম গ্রুপের আরও জমি ও বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান গাইবান্ধায় পরিত্যক্ত কুপে মিলল অজ্ঞাত পরিচয় কিশোরের অর্ধগলিত লাশ নেত্রকোনায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, মুদি দোকানি গ্রেফতার নোয়াখালীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ আউটসোর্সিং সেবা কর্মীদের জন্য ‘সেবা গ্রহণ নীতিমালা-২০২৫’ জারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির আবেদন শুরু সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন: পাঁচটিতে বাদ পড়েছে নজরুল ইসলাম বাবুর নাম ‘প্রো-বাংলাদেশ’ নীতিই অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক অগ্রাধিকার: প্রেস সচিব

আনোয়ারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

আনোয়ারায় টিউবওয়েলের পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে সালামত আলী (৫০) নামে ছোট ভাই নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে বটতলী ইউনিয়নের চাপাতলী গ্রামের কমল আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই মোহাম্মদ আলীর স্ত্রী সাজিয়া বেগম (৪৫) কে পুলিশ আটক করেছে। নিহত সালামত আলী স্থানীয় সিদ্দিক আহমদের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।

 

ঘটনার বিষয়ে নিহতের ছেলে আব্দুর রহমান (১৮) জানায়, আমার বাবা বসতভিটায় টিউবওয়েলের পানি যাওয়ার জন্য পাইপ বসাতে গেলে আমার জেঠা মোহাম্মদ আলী ও তার ছেলে মেয়েরা বাধা দেয়। এ বিষয়ে আমরা সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ করি। গতকাল সেনাবাহিনীর ক্যাম্পে এ বিষয়ে উভয় পক্ষের আলোচনা শেষে পানির পাইপ বসাতে সিদ্ধান্ত দেওয়া হয়। এরপর আমরা পানির পাইপ বসাতে গেলে আমার জেঠা ও জেঠার পরিবারের সদস্যরা বাবার ওপর লোহার রড দিয়ে হামলা করে। এতে বাবা গুরুতর আহত হয়। এরপর উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় বিকালে তার মৃত্যু হয়। এই ঘটনায় জেঠা মোহাম্মদ আলী (৬০), তার স্ত্রী সাজিয়া বেগম (৪৫), তার ছেলে এমরান (২৮), রুবেল (৩২) এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।

 

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, পানির পাইপ বসানো নিয়ে আপন বড় ভাইয়ের হামলায় ছোট ভাই সালামত নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাজিয়া বেগমকে পুলিশ আটক করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

আনোয়ারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

প্রকাশিত: ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

আনোয়ারায় টিউবওয়েলের পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে সালামত আলী (৫০) নামে ছোট ভাই নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে বটতলী ইউনিয়নের চাপাতলী গ্রামের কমল আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই মোহাম্মদ আলীর স্ত্রী সাজিয়া বেগম (৪৫) কে পুলিশ আটক করেছে। নিহত সালামত আলী স্থানীয় সিদ্দিক আহমদের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।

 

ঘটনার বিষয়ে নিহতের ছেলে আব্দুর রহমান (১৮) জানায়, আমার বাবা বসতভিটায় টিউবওয়েলের পানি যাওয়ার জন্য পাইপ বসাতে গেলে আমার জেঠা মোহাম্মদ আলী ও তার ছেলে মেয়েরা বাধা দেয়। এ বিষয়ে আমরা সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ করি। গতকাল সেনাবাহিনীর ক্যাম্পে এ বিষয়ে উভয় পক্ষের আলোচনা শেষে পানির পাইপ বসাতে সিদ্ধান্ত দেওয়া হয়। এরপর আমরা পানির পাইপ বসাতে গেলে আমার জেঠা ও জেঠার পরিবারের সদস্যরা বাবার ওপর লোহার রড দিয়ে হামলা করে। এতে বাবা গুরুতর আহত হয়। এরপর উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় বিকালে তার মৃত্যু হয়। এই ঘটনায় জেঠা মোহাম্মদ আলী (৬০), তার স্ত্রী সাজিয়া বেগম (৪৫), তার ছেলে এমরান (২৮), রুবেল (৩২) এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।

 

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, পানির পাইপ বসানো নিয়ে আপন বড় ভাইয়ের হামলায় ছোট ভাই সালামত নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাজিয়া বেগমকে পুলিশ আটক করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।