রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) পেডিয়াট্রিক আইসিইউতে মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটির চিকিৎসা চলছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। রোববার (৯ মার্চ) দিবাগত রাত ১টার দিকে আইএসপিআর এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করে।
এর আগে, শিশুটির অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ে। এমনকি তার ‘মৃত্যুর খবর’ জানিয়ে অনেকেই শোক প্রকাশ করে স্ট্যাটাস দেন। তবে এসব গুজব উড়িয়ে দিয়ে আইএসপিআর জানিয়েছে, শিশুটির চিকিৎসা অব্যাহত রয়েছে।
শনিবার (৯ মার্চ) বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পেডিয়াট্রিক আইসিইউ থেকে সিএমএইচে স্থানান্তর করা হয়।
গত বুধবার (৫ মার্চ) বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয় আট বছরের ওই শিশু। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, কিন্তু সেখানেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে শিশুটিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরবর্তীতে অবস্থা আরও সংকটাপন্ন হলে শুক্রবার (৭ মার্চ) রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
এ ঘটনায় মাগুরাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। রোববারও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল উত্তাল। শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে মিছিল ও মানববন্ধন করেন। তাদের সমাবেশ থেকে এক মাসের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণের বিচার সম্পন্ন করাসহ পাঁচ দফা দাবি জানানো হয়েছে।