ঢাকা ০৫:৫১:৫০ এএম, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা: নিহত ৩৮ রাজধানীর শেওড়াপাড়া এলাকায় চাপাতি ঠেকিয়ে স্বর্ণের চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনতাই দেশের ৯ টি জেলায় কালবৈশাখীর সতর্কতা দিল আবহাওয়া অধিদপ্তর যুক্তরাজ্য ও সিঙ্গাপুর থেকে ১১৩৭ কোটি টাকায় দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন চট্টগ্রামের হাটহাজারিতে বিটিসিএলের জন্য গ্রিন ডাটা সেন্টার নির্মাণে নীতিগত অনুমোদন সাতক্ষীরার ভোমরা সীমান্তে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ১ পটুয়াখালীতে জামাইয়ের বিরুদ্ধে পুকুরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রোহিঙ্গা ক্যাম্পে ভাগিনাকে অপহরণের পর হত্যা, মামা গ্রেফতার সরকারি ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ: জাতীয় তথ্য বাতায়নের কার্যক্রমে গতি আনতে চিঠি প্রেরণ উপাচার্যের পদত্যাগ দাবিতে কুয়েট শিক্ষার্থীদের মশাল মিছিল, উত্তপ্ত পরিস্থিতি

টঙ্গীর মাজার বস্তিতে যৌথ বাহিনীর অভিযান!

গাজীপুরের টঙ্গীতে মাদক ও সন্ত্রাসীবিরোধী অভিযানে যৌথ বাহিনী চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ ৬০ জনকে আটক করেছে। এ সময় টাকা, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শনিবার (১ মার্চ) বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্যের ভিত্তিতে টঙ্গীর মাজার বস্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়দের মতে, মাজার বস্তিতে প্রকাশ্যে মাদকের কারবার চলে। সকাল থেকে রাত পর্যন্ত পরিবহন শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার পুরুষ ও নারীরা এখানে মাদক সেবনে আসেন।

শনিবার বিকেলে যৌথ বাহিনীর গাড়ি এসে টঙ্গীর মাজার বস্তির পুরো এলাকা ঘিরে ফেলে। এ সময় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা প্রতিটি ঘরে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। প্রায় অর্ধশত মাদকাসক্ত ব্যক্তিসহ মাদক কারবারিকে আটক করা হয়।

গাজীপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকল্পে এ অভিযান চালানো হয়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তারা এ অভিযান পরিচালনা করেন। তিনি আরও জানান, রমজানে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের শঙ্কা এবং মাদক ব্যবসা ও বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামিরা বস্তিতে আত্মগোপনে ছিলেন।

গাজীপুরের ৩৩টি বস্তির মধ্যে ১৭টিই টঙ্গী এলাকায় অবস্থিত, যেখানে বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ড চলার অভিযোগ রয়েছে।

জনপ্রিয়

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা: নিহত ৩৮

টঙ্গীর মাজার বস্তিতে যৌথ বাহিনীর অভিযান!

প্রকাশিত: ০১:১২ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

গাজীপুরের টঙ্গীতে মাদক ও সন্ত্রাসীবিরোধী অভিযানে যৌথ বাহিনী চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ ৬০ জনকে আটক করেছে। এ সময় টাকা, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শনিবার (১ মার্চ) বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্যের ভিত্তিতে টঙ্গীর মাজার বস্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়দের মতে, মাজার বস্তিতে প্রকাশ্যে মাদকের কারবার চলে। সকাল থেকে রাত পর্যন্ত পরিবহন শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার পুরুষ ও নারীরা এখানে মাদক সেবনে আসেন।

শনিবার বিকেলে যৌথ বাহিনীর গাড়ি এসে টঙ্গীর মাজার বস্তির পুরো এলাকা ঘিরে ফেলে। এ সময় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা প্রতিটি ঘরে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। প্রায় অর্ধশত মাদকাসক্ত ব্যক্তিসহ মাদক কারবারিকে আটক করা হয়।

গাজীপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকল্পে এ অভিযান চালানো হয়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তারা এ অভিযান পরিচালনা করেন। তিনি আরও জানান, রমজানে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের শঙ্কা এবং মাদক ব্যবসা ও বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামিরা বস্তিতে আত্মগোপনে ছিলেন।

গাজীপুরের ৩৩টি বস্তির মধ্যে ১৭টিই টঙ্গী এলাকায় অবস্থিত, যেখানে বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ড চলার অভিযোগ রয়েছে।