অডিও-ভিডিও কলিং পরিষেবা সংস্থা স্কাইপ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। আগামী মে মাসে এটির কার্যক্রম গুটিয়ে ফেলা হবে বলে ঘোষণা করেছে তাদের মালিকানা প্রতিষ্ঠান মাইক্রোসফট। ২০০৩ সালে প্রতিষ্ঠিত স্কাইপ এক সময় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটে পরিণত হয়েছিল। এটি কম্পিউটারের মাধ্যমে ব্যবহারকারীদের বিনামূল্যে কথা বলার সুযোগ দিত, যা ল্যান্ডফোনের ব্যবহারে ব্যাপক প্রভাব ফেলে।
বিবিসি শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, স্কাইপের জনপ্রিয়তার মূল কারণ ছিল এর বিনামূল্যে কম্পিউটার থেকে কম্পিউটারে কথা বলার সুবিধা। যদিও একই ধরনের অন্যান্য পরিষেবা ছিল, কিন্তু স্কাইপ এই সুবিধার কারণে অন্যদের ছাপিয়ে যায়।
মাইক্রোসফট এক্সে প্রকাশিত এক পোস্টে জানানো হয়েছে, স্কাইপ ব্যবহারকারীরা এখন ‘মাইক্রোসফট টিমস’-এ সাইন ইন করে তাদের অ্যাকাউন্টে থাকা ব্যক্তিদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন।
উল্লেখ্য, স্কাইপ ২০০৩ সালে প্রতিষ্ঠিত হলেও মাইক্রোসফট ২০১১ সালে ৮.৫ বিলিয়ন ডলারে এটি কিনে নেয়। এটি ছিল তৎকালীন সময়ে সবচেয়ে বড় অ্যাকুইজিশন ডিল।
সূত্র: বিবিসি।