ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

ইবিতে ফেসবুক পোস্ট নিয়ে শিক্ষার্থীকে সহ-সমন্বয়কের হুমকি

ফেসবুক পোস্ট মনঃপূত না হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে ডেকে হুমকি দিয়েছেন সহ-সমন্বয়ক সায়েম আহমেদ। এ নিয়ে গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ওই শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের বাধন বিশ্বাস।

অন্যদিকে অভিযুক্ত সায়েম আহমেদ আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ-সমন্বয়ক।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে, গত ২২ ফেব্রুয়ারিতার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সায়েম আহমেদ বিভিন্ন কথাবার্তা বলে হুমকি-ধামকি দেন। এতে তার জীবন পূর্ণ ঝুঁকিতে রয়েছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী।

জানা গেছে, কুয়েটে শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে গত ১৮ ফেব্রুয়ারি ইবিতে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশের বক্তব্যে কয়েকজনসহ সমন্বয়ক হামলার বিষয়ে ছাত্রদলের নাম বলেননি। এই নিয়ে ফেসবুকে নিজ টাইমলাইনে পোস্ট দেন বাঁধন। পোস্টে বাঁধন লেখেন, ‘তা বড় ভাইয়েরা, আপনাদের চোর বলার কারণ একটু বিস্তারিতভাবে বুঝিয়ে বলি! গত পরশুদিন কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপরে ছাত্রদলের সন্ত্রাসীদের নৃশংস আক্রমণের পরবর্তীতে আমাদের ইবি ক্যাম্পাসে তৎক্ষণাৎ বিক্ষোভ মিছিল হয়।

উক্ত মিছিলের ব্রিফিংয়ে শুধু সুইট ভাই ছাত্রদলের নাম উচ্চারণ করেছিলেন, আপনারা কেউ কিন্তু করেননি। কারণ আপনারা সকল স্থানে সুবিধা নিয়ে চলতে চান। সত্যকে সত্য বলার মানসিকতা থাকতে হবে বড় ভাইয়েরা (ও সরি চোর বড় ভাইয়েরা)’

ভুক্তভোগী বাঁধন বিশ্বাস বলেন, ‘আমি ফেইসবুকে পোস্ট দেওয়ায় সায়েম ভাই আমাকে ডেকে হুমকি ধামকি দিয়েছে। আমার পরীক্ষা আছে বললেও আমাকে ছাড়েনি। আধা ঘণ্টা ধরে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে। এই নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এটার বিচার চাই।’

এই বিষয়ে অভিযুক্ত সহ-সমন্বয়ক সায়েম আহমেদ বলেন বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র হিসেবে জানতে চেয়েছিলেন তার স্ট্যাটাসে চোর বলতে কাকে সম্বোধন করা হয়েছে ও এমন কিছু না করতে যাতে আমাদের মাঝে ফাটল ধরে।’ হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এই বিষয় শিক্ষার্থীই বলতে পারবে।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। প্রক্টরের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

ইবিতে ফেসবুক পোস্ট নিয়ে শিক্ষার্থীকে সহ-সমন্বয়কের হুমকি

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

ফেসবুক পোস্ট মনঃপূত না হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে ডেকে হুমকি দিয়েছেন সহ-সমন্বয়ক সায়েম আহমেদ। এ নিয়ে গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ওই শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের বাধন বিশ্বাস।

অন্যদিকে অভিযুক্ত সায়েম আহমেদ আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ-সমন্বয়ক।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে, গত ২২ ফেব্রুয়ারিতার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সায়েম আহমেদ বিভিন্ন কথাবার্তা বলে হুমকি-ধামকি দেন। এতে তার জীবন পূর্ণ ঝুঁকিতে রয়েছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী।

জানা গেছে, কুয়েটে শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে গত ১৮ ফেব্রুয়ারি ইবিতে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশের বক্তব্যে কয়েকজনসহ সমন্বয়ক হামলার বিষয়ে ছাত্রদলের নাম বলেননি। এই নিয়ে ফেসবুকে নিজ টাইমলাইনে পোস্ট দেন বাঁধন। পোস্টে বাঁধন লেখেন, ‘তা বড় ভাইয়েরা, আপনাদের চোর বলার কারণ একটু বিস্তারিতভাবে বুঝিয়ে বলি! গত পরশুদিন কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপরে ছাত্রদলের সন্ত্রাসীদের নৃশংস আক্রমণের পরবর্তীতে আমাদের ইবি ক্যাম্পাসে তৎক্ষণাৎ বিক্ষোভ মিছিল হয়।

উক্ত মিছিলের ব্রিফিংয়ে শুধু সুইট ভাই ছাত্রদলের নাম উচ্চারণ করেছিলেন, আপনারা কেউ কিন্তু করেননি। কারণ আপনারা সকল স্থানে সুবিধা নিয়ে চলতে চান। সত্যকে সত্য বলার মানসিকতা থাকতে হবে বড় ভাইয়েরা (ও সরি চোর বড় ভাইয়েরা)’

ভুক্তভোগী বাঁধন বিশ্বাস বলেন, ‘আমি ফেইসবুকে পোস্ট দেওয়ায় সায়েম ভাই আমাকে ডেকে হুমকি ধামকি দিয়েছে। আমার পরীক্ষা আছে বললেও আমাকে ছাড়েনি। আধা ঘণ্টা ধরে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে। এই নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এটার বিচার চাই।’

এই বিষয়ে অভিযুক্ত সহ-সমন্বয়ক সায়েম আহমেদ বলেন বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র হিসেবে জানতে চেয়েছিলেন তার স্ট্যাটাসে চোর বলতে কাকে সম্বোধন করা হয়েছে ও এমন কিছু না করতে যাতে আমাদের মাঝে ফাটল ধরে।’ হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এই বিষয় শিক্ষার্থীই বলতে পারবে।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। প্রক্টরের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’