পিরোজপুরের নাজিরপুরে ভুয়া পুলিশ সন্দেহে সাইফুল ইসলাম চাঁন (২৯) নামে এক ব্যক্তিকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে নাজিরপুর উপজেলার বুইচাকাঠী এলাকা থেকে তাকে আটক করা হয়। নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক সাইফুল ইসলাম পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব জুজখোলা গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে। স্থানীয়রা জানান, সাইফুল ইসলাম অনলাইনে ‘এ্যাপাচি ফোরভি’ নামে একটি মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপন দেখে বরিশালের নতুন বাজার এলাকার প্রশান্ত দাস নামে একজন ১ লক্ষ ৮০ হাজার টাকায় মোটরসাইকেলটি কিনতে পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ সড়কের টেক্সটাইল এলাকায় আসেন। সেখান থেকে সাইফুল ইসলাম তাকে নাজিরপুর উপজেলার বুইচাকাঠী এলাকায় নিয়ে যায়।
পরে সাইফুল ইসলাম ও তার সহযোগীরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রশান্ত দাসের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় প্রশান্ত দাস ডাক চিৎকার দিলে স্থানীয়রা সাইফুল ইসলামকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়। এ সময় সাইফুল ইসলামের সহযোগীরা পালিয়ে যায়।
নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভুঁইয়া বলেন, স্থানীয়রা ভুয়া পুলিশ সন্দেহে সাইফুল ইসলামকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তার কাছ থেকে একটি পুলিশের জ্যাকেট ও একটি পিস্তলের খাপ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই ঘটনায় সাইফুল ইসলামের বিরুদ্ধে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। পুলিশ এখন তার সহযোগীদের খুঁজছে এবং ঘটনার তদন্ত চলছে।