ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাহে আলম মুরাদ ও আনিসুর রহমান ৪ দিনের রিমান্ডে বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির চট্টগ্রামের চকবাজারে নালায় পড়ে ৬ মাসের শিশু নিখোঁজ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা: সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস কুয়াকাটায় শুরু হয়েছে রাখাইনদের প্রাচীন ‘জলকেলি’ উৎসব: মিলন, আত্মশুদ্ধি আর মানবিকতার বার্তা জুলাই আন্দোলনে শহীদ ইমনের মরদেহ উত্তোলন: আদালতের নির্দেশে নতুন তদন্তের সূচনা

ইসলাম গ্রহণের পর, নিয়মিত জুমার নামাজে যাচ্ছেন দেব চৌধুরী

ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণের পর নিয়মিত বন্ধুদের সঙ্গে জুমার নামাজে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য প্রকাশ করেন।

মাওলানা সাইফুল্লাহ লিখেছেন, “বাংলাদেশের বিখ্যাত স্পোর্টস জার্নালিস্ট দেব চৌধুরীর আনুষ্ঠানিক শাহাদাহ পাঠ করে ইসলামে দীক্ষিত হওয়ার পর তিনটি জুমা অতিবাহিত হয়ে গেলো, আল হামদুলিল্লাহ। তিনি নিয়মিত বন্ধুদের সাথে জুমায় আসছেন। আল্লাহ তায়ালা তাঁর আর্জি অনুযায়ী দ্বিনের উপর অটল রেখে হেদায়াতের পথে তাকে অবিচল রাখুন।”

তিনি আরও উল্লেখ করেন, দেব চৌধুরীকে আব্দুল্লাহ মুহাম্মাদ চৌধুরী বা মুহাম্মাদ চৌধুরী নাম গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি নিয়মিত সালাত আদায়, কুরআন তিলাওয়াত শিক্ষা এবং ইসলামের প্রাথমিক মাসায়েল শিখছেন। বাংলা অনুবাদের কুরআন তিনি নিয়মিত পড়ছেন, যা তিনি ইসলাম গ্রহণের আগ থেকেই শুরু করেছিলেন।

মাওলানা সাইফুল্লাহ আরও বলেন, “বহু মিডিয়া, সাংবাদিক, ইউটিউবার এবং আগ্রহী ব্যক্তিরা এ বিষয়ে জানতে চেয়েছেন। প্রথমত বলতে চাই, দেব চৌধুরী আমাকে বলেছিলেন, তিনি এই মুহূর্তে বিষয়টি প্রকাশ করতে চান না। আমি তাঁর ইচ্ছাকে সম্মান দিয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানাইনি। পরবর্তীতে তাঁকে বিষয়টি জানালে তিনি অসম্মতি জানাননি। তাঁর সম্মতি সাপেক্ষে একটি ‘জার্নি টু ইসলাম’ বিষয়ে লাইভ করবো ইনশাআল্লাহ।”

তিনি মুসলিম ভাইবোনদের প্রতি অনুরোধ জানান, অমুসলিমদের নিরেট বাংলা অনুবাদের কুরআন উপহার দিতে, যাতে তারা ইসলামের বাণী সম্পর্কে জানতে পারে। তিনি ইসলামিক ফাউন্ডেশন এবং লন্ডন একাডেমির পকেট সাইজের কুরআনের অনুবাদকে বিশেষভাবে উল্লেখ করেন।

মাওলানা সাইফুল্লাহ দেব চৌধুরীর সার্বিক মঙ্গল কামনা করে বলেন, “আগামীতে সত্যদ্বীনে ফেরানোর মিছিলের কর্মী হিসেবে আল্লাহ যেন তাঁকে কবুল করেন। সত্যের মিছিলে নতুনের কেতন উড়বে ইনশাআল্লাহ!”

উল্লেখ্য, ৩১ জানুয়ারি (শুক্রবার) রাজধানীর দারুসসালাম শাহী মসজিদে জুমার নামাজের সময় কালেমা শাহাদাহ পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন দেব চৌধুরী। তাকে কালেমা পড়ান মাওলানা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ।

জনপ্রিয়

বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি

ইসলাম গ্রহণের পর, নিয়মিত জুমার নামাজে যাচ্ছেন দেব চৌধুরী

প্রকাশিত: ০২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণের পর নিয়মিত বন্ধুদের সঙ্গে জুমার নামাজে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য প্রকাশ করেন।

মাওলানা সাইফুল্লাহ লিখেছেন, “বাংলাদেশের বিখ্যাত স্পোর্টস জার্নালিস্ট দেব চৌধুরীর আনুষ্ঠানিক শাহাদাহ পাঠ করে ইসলামে দীক্ষিত হওয়ার পর তিনটি জুমা অতিবাহিত হয়ে গেলো, আল হামদুলিল্লাহ। তিনি নিয়মিত বন্ধুদের সাথে জুমায় আসছেন। আল্লাহ তায়ালা তাঁর আর্জি অনুযায়ী দ্বিনের উপর অটল রেখে হেদায়াতের পথে তাকে অবিচল রাখুন।”

তিনি আরও উল্লেখ করেন, দেব চৌধুরীকে আব্দুল্লাহ মুহাম্মাদ চৌধুরী বা মুহাম্মাদ চৌধুরী নাম গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি নিয়মিত সালাত আদায়, কুরআন তিলাওয়াত শিক্ষা এবং ইসলামের প্রাথমিক মাসায়েল শিখছেন। বাংলা অনুবাদের কুরআন তিনি নিয়মিত পড়ছেন, যা তিনি ইসলাম গ্রহণের আগ থেকেই শুরু করেছিলেন।

মাওলানা সাইফুল্লাহ আরও বলেন, “বহু মিডিয়া, সাংবাদিক, ইউটিউবার এবং আগ্রহী ব্যক্তিরা এ বিষয়ে জানতে চেয়েছেন। প্রথমত বলতে চাই, দেব চৌধুরী আমাকে বলেছিলেন, তিনি এই মুহূর্তে বিষয়টি প্রকাশ করতে চান না। আমি তাঁর ইচ্ছাকে সম্মান দিয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানাইনি। পরবর্তীতে তাঁকে বিষয়টি জানালে তিনি অসম্মতি জানাননি। তাঁর সম্মতি সাপেক্ষে একটি ‘জার্নি টু ইসলাম’ বিষয়ে লাইভ করবো ইনশাআল্লাহ।”

তিনি মুসলিম ভাইবোনদের প্রতি অনুরোধ জানান, অমুসলিমদের নিরেট বাংলা অনুবাদের কুরআন উপহার দিতে, যাতে তারা ইসলামের বাণী সম্পর্কে জানতে পারে। তিনি ইসলামিক ফাউন্ডেশন এবং লন্ডন একাডেমির পকেট সাইজের কুরআনের অনুবাদকে বিশেষভাবে উল্লেখ করেন।

মাওলানা সাইফুল্লাহ দেব চৌধুরীর সার্বিক মঙ্গল কামনা করে বলেন, “আগামীতে সত্যদ্বীনে ফেরানোর মিছিলের কর্মী হিসেবে আল্লাহ যেন তাঁকে কবুল করেন। সত্যের মিছিলে নতুনের কেতন উড়বে ইনশাআল্লাহ!”

উল্লেখ্য, ৩১ জানুয়ারি (শুক্রবার) রাজধানীর দারুসসালাম শাহী মসজিদে জুমার নামাজের সময় কালেমা শাহাদাহ পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন দেব চৌধুরী। তাকে কালেমা পড়ান মাওলানা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ।