সম্প্রতি লিবিয়ার ত্রিপলি থেকে ৮০ কিলোমিটার দূরের উপকূলবর্তী শহর জাওয়াইয়া থেকে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে অবৈধভাবে ছেড়ে যাওয়া একটি নৌকা ভূমধ্যসাগরের মাঝপথে দুর্ঘটনার শিকার হয়েছে। ধারণা করা হচ্ছে, নৌকাটি গত সপ্তাহে লিবিয়া উপকূল ত্যাগ করেছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এই দুর্ঘটনায় এখনও সাত বাংলাদেশি নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অণুবিভাগের মহাপরিচালক এবং মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য প্রদান করেন।
তিনি জানান, লিবিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওই দুর্ঘটনায় ৩৭ জনকে জীবিত এবং ১৪ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। জীবিতদের মধ্যে ৩৫ জন পাকিস্তানি এবং দুজন বাংলাদেশি, আর মৃতদের সবাই পাকিস্তানি নাগরিক বলে ত্রিপলিতে পাকিস্তান দূতাবাস নিশ্চিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নৌকায় ৬৩ জন পাকিস্তানি, ৯ জন বাংলাদেশি এবং ২ জন মিশরীয় নাগরিক ছিলেন। জীবিত উদ্ধার হওয়া বাংলাদেশি দুজনকে স্থানীয় বির আল গানাম জেলখানায় স্থানান্তরিত করা হয়েছে, এবং বাকি সাত বাংলাদেশি এখনও নিখোঁজ।
মোহাম্মদ রফিকুল আলম হতে প্রাপ্ত বরাতে, দূতাবাস ঘটনাটি জানার পরই আইওএম এর আঞ্চলিক পরিচালক, কোস্ট গার্ড এবং সংশ্লিষ্ট থানাসহ বিভিন্ন দফতরের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। জীবিত উদ্ধারকৃত বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাতের জন্য দূতাবাসের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে।