ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদলকর্মী, অবস্থা আশংকাজনক ছাত্রলীগের সাবেক নেতা ডা. সুমিত সাহা গ্রেফতার রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস

শিক্ষার্থীদের নতুন দল গঠনে চলছে জরিপ!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে রাজধানীতে শিক্ষার্থীদের জনমত জরিপ ও মতামত গ্রহণে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ ক্যাম্পেইন শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দেশ পরিবর্তনে তিনটি পরামর্শও চাওয়া হচ্ছে তাদের জরিপে।

 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীসহ বিভিন্ন জায়গায় অস্থায়ী বুথ বসিয়ে এই কার্যক্রম শুরু হয়। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর পান্থপথ সিগন্যালের পাশে একটি বুথে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী মানুষকে ভিড় করতে দেখা গেছে। সেখানে নতুন রাজনৈতিক দল গঠনে বিভিন্ন লিখিত পরামর্শ দিচ্ছেন অনেকে।

বুথে কয়েকজন শিক্ষার্থী পাশাপাশি বসে আগত দর্শনার্থীদের সহযোগিতা করছেন। বুথে একটি টেবিলে সাজানো রয়েছে নির্ধারিত ফরম। ওই ফরমে দর্শনার্থীদের জন্য বিভিন্ন প্রশ্ন রয়েছে। ফরমের প্রশ্নে সাত নম্বর পয়েন্টে লেখা আছে, ‘আপনার মতে কোন তিনটি কাজ করলে দেশ বদলে যাবে?’ এরপরের পয়েন্ট, ৮ নম্বরে লেখা আছে, ‘নতুন রাজনৈতিক দলের কাছে আপনার জীবনের সমস্যার সমাধান চান? নতুন দলের কাছে কী প্রত্যাশা করেন? দলের নাম কী হতে পারে এবং দলের মার্কা কী হবে?’—ফরমে এমন অনেক প্রশ্ন রেখে উত্তর জানতে চান শিক্ষার্থীরা। শিক্ষার্থী, রিকশাচালকসহ বিভিন্ন পেশাজীবী মানুষকে এই ফরম পূরণ করতে দেখা গেছে।

শুধু পান্থপথ নয়, রাজধানীর ধানমন্ডি ৩২ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও এ বুথের কার্যক্রম দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়টি বুথে এই ক্যাম্পেইন চালাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আজ সারা দিন চলছে এ ক্যাম্পেইন।

জানা গেছে, রাজধানীর পাশাপাশি সারা দেশে এই জরিপ চালাবেন বৈষম্যবিরোধী নেতারা। জরিপ শেষ হলে শিক্ষার্থীদের মতামতের ওপর ভিত্তি করে নতুন রাজনৈতিক দলের সূচনা করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা।

এর আগে, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে নতুন রাজনৈতিক দল গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মতামত গ্রহণে জরিপ শুরুর ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হওয়া আন্দোলন একসময় দুই সহস্রাধিক প্রাণের বিনিময়ের গণঅভ্যুত্থানে রূপ নেয়, যার নেতৃত্বে ছিল বাংলাদেশের বিপ্লবী ছাত্র-তারুণ্য। সেই তরুণরাই গঠন করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। সেই দল গঠনে আমরা জানতে চাই ছাত্র সমাজের প্রত্যাশা। ছাত্রসমাজের মতামতের প্রতিফলন ঘটিয়েই গঠন করা হবে নতুন রাজনৈতিক দল। সেই লক্ষ্যে আমরা শুরু করেছি, আপনার চোখে নতুন বাংলাদেশ নামে ক্যাম্পেইন।’

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই ও বোনেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর মতামত আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। তাই আপনারা মতামত দিন। আপনার মতামতের ভিত্তিতেই গঠিত হবে আপনার আকাঙ্ক্ষা ধারণকারী নতুন রাজনৈতিক দল।’

জনপ্রিয়

চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী

শিক্ষার্থীদের নতুন দল গঠনে চলছে জরিপ!

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে রাজধানীতে শিক্ষার্থীদের জনমত জরিপ ও মতামত গ্রহণে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ ক্যাম্পেইন শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দেশ পরিবর্তনে তিনটি পরামর্শও চাওয়া হচ্ছে তাদের জরিপে।

 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীসহ বিভিন্ন জায়গায় অস্থায়ী বুথ বসিয়ে এই কার্যক্রম শুরু হয়। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর পান্থপথ সিগন্যালের পাশে একটি বুথে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী মানুষকে ভিড় করতে দেখা গেছে। সেখানে নতুন রাজনৈতিক দল গঠনে বিভিন্ন লিখিত পরামর্শ দিচ্ছেন অনেকে।

বুথে কয়েকজন শিক্ষার্থী পাশাপাশি বসে আগত দর্শনার্থীদের সহযোগিতা করছেন। বুথে একটি টেবিলে সাজানো রয়েছে নির্ধারিত ফরম। ওই ফরমে দর্শনার্থীদের জন্য বিভিন্ন প্রশ্ন রয়েছে। ফরমের প্রশ্নে সাত নম্বর পয়েন্টে লেখা আছে, ‘আপনার মতে কোন তিনটি কাজ করলে দেশ বদলে যাবে?’ এরপরের পয়েন্ট, ৮ নম্বরে লেখা আছে, ‘নতুন রাজনৈতিক দলের কাছে আপনার জীবনের সমস্যার সমাধান চান? নতুন দলের কাছে কী প্রত্যাশা করেন? দলের নাম কী হতে পারে এবং দলের মার্কা কী হবে?’—ফরমে এমন অনেক প্রশ্ন রেখে উত্তর জানতে চান শিক্ষার্থীরা। শিক্ষার্থী, রিকশাচালকসহ বিভিন্ন পেশাজীবী মানুষকে এই ফরম পূরণ করতে দেখা গেছে।

শুধু পান্থপথ নয়, রাজধানীর ধানমন্ডি ৩২ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও এ বুথের কার্যক্রম দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়টি বুথে এই ক্যাম্পেইন চালাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আজ সারা দিন চলছে এ ক্যাম্পেইন।

জানা গেছে, রাজধানীর পাশাপাশি সারা দেশে এই জরিপ চালাবেন বৈষম্যবিরোধী নেতারা। জরিপ শেষ হলে শিক্ষার্থীদের মতামতের ওপর ভিত্তি করে নতুন রাজনৈতিক দলের সূচনা করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা।

এর আগে, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে নতুন রাজনৈতিক দল গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মতামত গ্রহণে জরিপ শুরুর ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হওয়া আন্দোলন একসময় দুই সহস্রাধিক প্রাণের বিনিময়ের গণঅভ্যুত্থানে রূপ নেয়, যার নেতৃত্বে ছিল বাংলাদেশের বিপ্লবী ছাত্র-তারুণ্য। সেই তরুণরাই গঠন করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। সেই দল গঠনে আমরা জানতে চাই ছাত্র সমাজের প্রত্যাশা। ছাত্রসমাজের মতামতের প্রতিফলন ঘটিয়েই গঠন করা হবে নতুন রাজনৈতিক দল। সেই লক্ষ্যে আমরা শুরু করেছি, আপনার চোখে নতুন বাংলাদেশ নামে ক্যাম্পেইন।’

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই ও বোনেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর মতামত আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। তাই আপনারা মতামত দিন। আপনার মতামতের ভিত্তিতেই গঠিত হবে আপনার আকাঙ্ক্ষা ধারণকারী নতুন রাজনৈতিক দল।’